গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৬ জন শহীদ; অনাহারেও মরছে মানুষ
(last modified Sat, 24 May 2025 06:46:33 GMT )
মে ২৪, ২০২৫ ১২:৪৬ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি আগ্রাসন
    গাজায় ইসরাইলি আগ্রাসন

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের হামলায় গাজায় আরও কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৫০ জন শহীদ হয়েছেন বলে ধারণা করা।

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, গাজা সংকট ওই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা অনাহারে দিন কাটাচ্ছেন, সেখানে অতি সামান্য ত্রাণ প্রবেশ করতে দিয়েছে ইসরাইল। এর মধ্যে উত্তর গাজার উত্তরাঞ্চলে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি।

গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৩ হাজার ৮২২ ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। গাজার তথ্য কেন্দ্র বলছে, শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেক মৃতদেহ। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে বর্ণবাদী ইসরাইল। কিন্তু এই হত্যাকাণ্ড থামাতে বা খুনিদের শাস্তি দিতে আন্তর্জাতিক উদ্যোগ নেই বললেই চলে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।