৬০% ইরানির মতে, ইরান এখন আগের চেয়ে বড় আঞ্চলিক শক্তি
(last modified Tue, 08 Jul 2025 11:36:54 GMT )
জুলাই ০৮, ২০২৫ ১৭:৩৬ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদ (মজলিস)
    ইরানের জাতীয় সংসদ (মজলিস)

পার্স টুডে - ইরানের জাতীয় সংসদ মজলিসের এক গবেষণা বা জনমত সমীক্ষায় জানা গেছে যে, ইসলামী এই দেশটির ৬১ শতাংশ নাগরিক মনে করেন- ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান আগের চেয়েও বড় আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। গত ২৪ জুন ওই যুদ্ধ শেষ হয়েছিল।

ওই সমীক্ষায় আরো জানা গেছে, ৮০ শতাংশ ইরানি নাগরিকরা মনে করেন- ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ছিল খুবই ধ্বংসাত্মক ও কার্যকর। অর্থাৎ এতে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ৬১ শতাংশ নাগরিক মনে করেন- ইরান সামরিক দিক থেকে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।

ওদিকে প্রায় বিশ শতাংশ ইরানি নাগরিক মনে করেন উভয়পক্ষের মধ্যেই ভারসাম্য রয়েছে।

এছাড়াও একই জনমত জরিপে দেখা গেছে, ৮১% ইরানি নাগরিক মনে করেন- বিদেশে অবস্থান করে যেসব দল বিদেশি মদদ নিয়ে ইরানের ইসলামী সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছে এই দলগুলো ইসরাইলের সঙ্গে যুদ্ধের সময় ক্ষমতা লাভের সুযোগসন্ধানী তৎপরতায় জড়িত ছিল।

এছাড়াও শতকরা ৭৪ ভাগ ইরানি নাগরিক মনে করেন- তাদের দেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি রক্ষা করা উচিত ও তার আরো বিস্তার ঘটানো উচিত যদিও এ কর্মসূচির বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক চাপ। ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে এই অজুহাত দেখিয়ে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি ইরানে হামলা চালায়।#

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৮