নিম্ন আয়ের মানুষের জন্য, দুটি আবাসন প্রকল্প উদ্বোধন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
https://parstoday.ir/bn/news/event-i150466-নিম্ন_আয়ের_মানুষের_জন্য_দুটি_আবাসন_প্রকল্প_উদ্বোধন_কেন্দ্রের_বিরুদ্ধে_বঞ্চনার_অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুটি বড় আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ বৃহষ্পতিবার নিউটাউনের বুকে 'নিজন্ন' ও 'সুজন্ন' নামে বহুতল দুটি ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৭, ২০২৫ ১৯:৩৩ Asia/Dhaka
  • নিম্ন আয়ের মানুষের জন্য, দুটি আবাসন প্রকল্প উদ্বোধন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুটি বড় আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ বৃহষ্পতিবার নিউটাউনের বুকে 'নিজন্ন' ও 'সুজন্ন' নামে বহুতল দুটি ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন।

মুখ্যমন্ত্রী বলেন, নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ তৈরিতে বিনামূল্যে ৭ একর জমি দিয়েছে রাজ্য। আবাসন দুটো তৈরিতে ব্যয় হয়েছে ২৯০ কোটি টাকা। দু’টি বহুতল আবাসন মিলিয়ে রয়েছে মোট ১২১০ টি ফ্ল্যাট।

তিনি আরও জানান, মূলত নিম্ন আয়ের মানুষের জন্য এই আবাসন প্রকল্প। বাজারদরের তুলনায় অনেক কম দামে এই ফ্ল্যাট বিক্রি হবে লটারির মাধ্যমে। ‘নিজন্ন’-এর ফ্ল্যাটগুলি ৩০০ থেকে ৪১০ স্কোয়ার ফিটের মধ্যে। এই আবাসনে সবই ১ বিএইচকে। ‘সুজন্ন’-এর ফ্ল্যাট ২ বিএইচকে। এগুলো ৬২০ থেকে ৭৩০ স্কোয়ার ফিটের মধ্যে।

এছাড়া রাজারহাটে বহুতল পার্কিং লট তৈরি হয়েছে। সেটির নাম দেওয়া হয়েছে ‘সুসম্পন্ন’। আবাসনের ছোটদের পার্কের নাম দেওয়া হয়েছে তরন্ন। রয়েছে ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া ও মর্নিং ওয়াকের জায়গা।

আবাসনের খুঁটিনাটি তথ্য দেওয়ার মাঝেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে সমালোচনা করলেন মমতা। কেন্দ্রের অসহযোগিতায় একাধিক প্রকল্প আটকে থাকা নিয়েও মুখ খুললেন তিনি। এরপরই মনে করিয়ে দিলেন, রাজ্য বাংলার বাড়ি প্রকল্পে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছে। সেখানেই তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই নিজেদের উদ্যোগে এই আবাসন তৈরির সিদ্ধান্ত।#

পার্সটুডে/জিএআর/১৭