ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পেজেশকিয়ান-পুতিন আলোচনা
https://parstoday.ir/bn/news/event-i151416-ইরানের_পারমাণবিক_কর্মসূচি_নিয়ে_পেজেশকিয়ান_পুতিন_আলোচনা
পার্সটুডে-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার সম্পর্কে রাশিয়া সরকারের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(last modified 2025-08-25T14:25:47+00:00 )
আগস্ট ২৫, ২০২৫ ১৯:৫৪ Asia/Dhaka
  • ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পেজেশকিয়ান (ডানে) পুতিনের ফোনালাপ
    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পেজেশকিয়ান (ডানে) পুতিনের ফোনালাপ

পার্সটুডে-রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার সম্পর্কে রাশিয়া সরকারের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ড. পেজেশকিয়ান বলেছেন: মৌলিক বিশ্বাস এবং প্রতিরক্ষা নীতির ভিত্তিতে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় নি এবং কখনও চাইবে না।"

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (সোমবার) ২৫ আগস্ট বিকেলে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সাম্প্রতিক আলোচনার ফলাফল ব্যাখ্যা করার সময় মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেছেন: আমরা এই আলোচনায় ভালো ফলাফলে পৌঁছেছি যা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ইউক্রেন সমস্যার সমাধান হবে। এই বৈঠকে তাদের আলোচনা সম্পূর্ণরূপে ইউক্রেন সমস্যা নিয়েই ছিল বলে তিনি জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ইরানের সাথে তাঁর দেশের সম্পর্ককে গঠনমূলক এবং ক্রম উন্নতিশীল বলে বর্ণনা করেন। তিনি বলেন: এ বছরের প্রথম ছয় মাসে দু'দেশের মধ্যে বাণিজ্য ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গুরুত্বপূর্ণ রাশত-আস্তারা রেলপথ নির্মাণসহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা এগিয়ে চলেছে।"

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও দু'দেশের মধ্যে সহযোগিতা সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে উল্লেখ করে পুতিন বলেন: পরিকল্পনা অনুযায়ী সকল প্রযুক্তিগত সহযোগিতা চলছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য নতুন জ্বালানি স্থানান্তরের কাজও চলছে।

ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ-এ কথার ওপর জোর দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন: আমি আশা করি যে ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে আলোচনাও একটি সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাবে।

এই টেলিফোন কথোপকথনে, পেজিজকিয়ান রাষ্ট্রপতি পুতিনের মতে, আলাস্কা আলোচনার সন্তোষজনক ফলাফলের উপরও সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন: "আমি আশা করি বাস্তবে সম্পাদিত চুক্তিগুলি যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন সমস্যার সমাধানের দিকে পরিচালিত করবে।"

পেজেশকিয়ান বলেন: রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক মিথস্ক্রিয়ার সুযোগ ছাড়াও, ইরান ইউরেশিয়ান ইউনিয়ন, সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সদস্য রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতার জন্য একটি অনুকূল প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করে।

পেজেশকিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার সম্পর্কে রাশিয়া সরকারের অবস্থানের প্রশংসা করে বলেন: তার আদর্শিক ভিত্তি এবং প্রতিরক্ষা নীতির ওপর ভিত্তি করে, ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে নি এবং করবেও না।

আর্মেনিয়ায় তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে পেজেশকিয়ান আরও বলেন: "এই সফরের সময়, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আজারবাইজান প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সাম্প্রতিক আলোচনা ও চুক্তিতে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশাপাশি রাশিয়ার বিষয়টিও সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়েছে। এ বিষয়টি মাথায় রেখে, আমি বিশ্বাস করি ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে ৩+৩ আলোচনার কাঠামো ককেশাস অঞ্চলের সমস্যা সমাধানের জন্য আরও কার্যকর ব্যবস্থা হবে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।