ইয়েমেনি আত্মঘাতীয় ড্রোন হামলায় ২৪ ইসরায়েলি আহত, দু’জনের অবস্থা গুরুতর
https://parstoday.ir/bn/news/event-i152320-ইয়েমেনি_আত্মঘাতীয়_ড্রোন_হামলায়_২৪_ইসরায়েলি_আহত_দু’জনের_অবস্থা_গুরুতর
ইসরায়েলের 'এইলাত' শহরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক আত্মঘাতী ড্রোন হামলায় অন্তত ২৪ ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
(last modified 2025-09-25T09:40:06+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১৫:৩২ Asia/Dhaka
  • এইলাত শহরে ইয়েমেনি ড্রোন হামলা
    এইলাত শহরে ইয়েমেনি ড্রোন হামলা

ইসরায়েলের 'এইলাত' শহরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক আত্মঘাতী ড্রোন হামলায় অন্তত ২৪ ইসরায়েলি আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার)। কেবল একটি ড্রোন দিয়ে পরিচালিত এই অভিযানে এত বিপুলসংখ্যক ইহুদিবাদী আহতের ঘটনা এটাই প্রথম। ইসরায়েলি সূত্রগুলি ধীরে ধীরে হতাহতের সংখ্যা প্রকাশ করছে। সর্বশেষ পরিসংখ্যানে আহতের সংখ্যা ২৩ জন বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ড্রোন শহরে আঘাত হানার পর দখলদার ইসরায়েলি বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ইসরায়েল নিউজ ফুটেজ নিশ্চিত করেছে যেখানে দখলদারদের আতঙ্কিত হয়ে আশ্রয় নিতে দৌড়াতে দেখা যায় এবং আকাশে সাইরেন বাজতে শোনা যায়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী গুর্নিতে করে আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহতদের অধিকাংশই ড্রোন বিস্ফোরণে ছিটকে আসা ধাতব টুকরোতে আঘাত পেয়েছে। গুরুতর আহতদের সরোকা মেডিকেল সেন্টার (বেয়ারশেবা শহরে) নিয়ে যেতে ইসরায়েলি বিমানবাহিনী দুটি হেলিকপ্টার পাঠিয়েছে।

মাধ্যমটি আরও জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল ইলাতের প্রধান বোর্ডওয়াকের পাশে অবস্থিত একটি বড় শপিং সেন্টারের আশপাশ।

প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তদন্ত

ইসরায়েলি বিমানবাহিনী তাদের বহুল প্রচারিত প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কেন ড্রোনটি আটকাতে ব্যর্থ হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও দুইটি প্রতিরোধক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, তবুও তা হামলা ঠেকাতে পারেনি।

ইয়েমেনের দায় স্বীকার

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। তারা একে 'দুটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শত্রুর দুটি লক্ষ্যবস্তুতে পরিচালিত গুণগত সামরিক অভিযান' হিসেবে আখ্যা দেয়।

তাদের দাবি, এটি এইলাত শহরে গত ২৪ ঘণ্টায় পরিচালিত দ্বিতীয় হামলা। এর আগে একাধিক ড্রোন ব্যবহার করে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল। বুধবারের এই অভিযানকে তারা গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে সানা’র প্রতিশ্রুত প্রতিরোধের অংশ বলে উল্লেখ করেছে।

এর আগে কয়েক দিন আগেই এইলাত শহরের একটি হোটেলে ইয়েমেনি আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছিল।#

পার্সটুডে/এমএআর/২৫