জোলানির সঙ্গে ইহুদি নেতার বৈঠক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আলোচনা
-
বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রেসিডেন্ট রোনাল্ড লাউডারের সঙ্গে আল-জোলানি
সিরিয়ার স্বঘোষিত প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানি নিউইয়র্কে সিরিয় মিশনের সদর দপ্তরে বিশ্ব ইহুদি কংগ্রেসের প্রেসিডেন্ট রোনাল্ড লাউডারের সঙ্গে বৈঠক করেছেন।
গতকাল (রোবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনার বিষয়ে কথা হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আখবারিয়া।
চ্যানেলটি জানায়, সিরিয় বংশোদ্ভূত লাউডার ১৯৯০-এর দশকে সিরিয়া-ইসরাইল শান্তি আলোচনায় ভূমিকা রেখেছিলেন এবং সিরিয়ার ক্ষতির বিনিময়ে ইসরাইলের আঞ্চলিক সম্প্রসারণের বিরোধিতা করার জন্য তিনি পরিচিত।
বৈঠকের বিষয়ে রোনাল্ড এস. লাউডারের আজ (সোমবার) তার এক্স পোস্ট লিখেছেন, "গত সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার (আবু মোহাম্মদ আল-জোলানি) সাথে আমার প্রথম বৈঠকের সুযোগ হয়েছিল। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আমাদের খুব ইতিবাচক আলোচনা হয়েছিল।"
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। শাইবানি বলেন, সিরিয়া কারও জন্য, এমনকি ইসরায়েলের জন্যও হুমকি নয়। কিন্তু এসব ইতিবাচক বার্তা সত্ত্বেও ইসরায়েলের পক্ষ থেকে হুমকি অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, ইসরাইল সিরিয়াজুড়ে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাসহ সামরিক স্থাপনা ও লক্ষ্যগুলোতে শত শত হামলা চালিয়েছে। ১৯৭৪ সালের সিরিয়ার সঙ্গে একটি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গোলান মালভূমিতে একটি নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করেছে। এছাড়া, সিরিয়ার বিশাল অংশ দখলে নিয়েছে ইসরায়েল। কিন্তু এসব বিষয়ে জোলানি সরকার টু শব্দটিও করছে না। বরং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করছে দামেস্ক ও তেল আবিব।#
পার্সটুডে/এমএআর/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।