গাজায় কেবল হামলার তীব্রতা হ্রাস পেয়েছে: তেল আবিব
https://parstoday.ir/bn/news/event-i152638-গাজায়_কেবল_হামলার_তীব্রতা_হ্রাস_পেয়েছে_তেল_আবিব
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে: আলোচনা কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন স্থায়ী হবে এবং ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন।
(last modified 2025-10-04T13:41:48+00:00 )
অক্টোবর ০৪, ২০২৫ ১৯:৩৯ Asia/Dhaka
  • গাজায় কেবল হামলার তীব্রতা হ্রাস পেয়েছে: তেল আবিব
    গাজায় কেবল হামলার তীব্রতা হ্রাস পেয়েছে: তেল আবিব

পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে: আলোচনা কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন স্থায়ী হবে এবং ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিচ্ছেন।

ইসরাইলি একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে: আমরা বন্দীদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনার প্রথম পর্যায়ে প্রবেশ করছি। গাজায় বর্তমানে কোনও যুদ্ধবিরতি নেই, তবে হামলার পরিধি হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেছেন: ডার্মারের নেতৃত্বে ইসরাইলি আলোচনাকারী দল হুইটকফ এবং কুশনারসহ আমেরিকার অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করবে।

সূত্রটি জানিয়েছে: আলোচনা কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন স্থায়ী হবে এবং ট্রাম্প উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেবেন।

অন্যদিকে, ইহুদিবাদী ইনস্টিটিউট ফর হোমল্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি জরিপের ফলাফলে দেখা গেছে ৬৪ শতাংশ ইসরাইলি বলেছেন যে গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে। ৭২ শতাংশ ইসরাইলিও গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইহুদিবাদী মন্ত্রিসভার আচরণে অসন্তুষ্ট।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।