আল-আকসা তুফান অভিযানের পর থেকে কয় জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i152682-আল_আকসা_তুফান_অভিযানের_পর_থেকে_কয়_জন_ইসরায়েলি_সেনা_নিহত_হয়েছে
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সামরিক সদস্যদের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
(last modified 2025-10-07T09:26:35+00:00 )
অক্টোবর ০৬, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • আল-আকসা তুফান অভিযানের পর থেকে কয় জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে?
    আল-আকসা তুফান অভিযানের পর থেকে কয় জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে?

পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নিহত ইসরায়েলি সামরিক সদস্যদের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

পত্রিকাটি ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এক হাজার ১৫২ জন ইহুদিবাদী সামরিক সদস্য প্রাণ হারিয়েছে।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকাশিত পরিসংখ্যানে গাজা উপত্যকা, অধিকৃত অঞ্চলের দক্ষিণ ও উত্তরাঞ্চল এবং লেবাননের পাশাপাশি পশ্চিম তীরে অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ, শিন বেট সার্ভিসের নিহত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দখলদার ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ শুরু করেছে, যার ফলে  হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। শহীদ ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।