কলম্বিয়া: ক্যারিবিয় অঞ্চলে মার্কিন যুদ্ধকামিতার লক্ষ্য হল তেল লুণ্ঠণ
https://parstoday.ir/bn/news/event-i152794-কলম্বিয়া_ক্যারিবিয়_অঞ্চলে_মার্কিন_যুদ্ধকামিতার_লক্ষ্য_হল_তেল_লুণ্ঠণ
পার্স টুডে - কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করে এক বিবৃতিতে বলেছেন: "এই অঞ্চলে যুদ্ধ চালানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য মাদক পাচার রোধ করা নয়, বরং তেল সম্পদের উপর আধিপত্য বিস্তার করা এবং বিশ্বকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
(last modified 2025-10-09T07:57:20+00:00 )
অক্টোবর ০৯, ২০২৫ ১৩:৪৫ Asia/Dhaka
  • কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো
    কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো

পার্স টুডে - কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করে এক বিবৃতিতে বলেছেন: "এই অঞ্চলে যুদ্ধ চালানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য মাদক পাচার রোধ করা নয়, বরং তেল সম্পদের উপর আধিপত্য বিস্তার করা এবং বিশ্বকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আরও বলেছেন, ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনী মাদক পাচারের দাবি করে বেশ কয়েকটি নৌ-যানকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 

তিনি আরও বলেন যে"এই হামলাগুলো, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে, কার্যকরভাবে এই অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে।

পেট্রো বলেন, মার্কিন বাহিনীর হামলার শিকার শেষ নৌ-যানটি কলম্বিয়ার ছিল এবং এতে কলম্বিয়ার নাগরিকরা ছিলেন বলে প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেছেন, এই মার্কিন পদক্ষেপ সমগ্র ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের বিরুদ্ধে আগ্রাসন। #

পার্স টুডে/এমএএইচ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।