গাজায় প্রথম ধাপে মুক্তি পেল সাত ইসরায়েলি
গাজায় ৭ ইসরায়েলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস
-
৭ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিল হামাস
গাজায় ৭ জন ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস।
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাস গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর কাছে সাতজন ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে এবং আরও ১৩ জনকে মুক্তি দিতে যাচ্ছে। ৭ জিম্মির মুক্তির খবরে তেল আবিবের 'হোস্টেজ স্কয়ারে' জমায়েত হওয়া হাজারো ইসরায়েলি উল্লাসে ফেটে পড়েন।
অন্যদিকে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দি মুক্তির অপেক্ষায় রয়েছে।

গাজায় মুক্তি পাওয়া সাত ইসরায়েলি জিম্মির নামও জানা গেছে। আজ স্থানীয় সময় সকাল ৮টার দিকে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে হামাস।
জিম্মি ও নিঁখোজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন—গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।#
পার্সটুডে/জিএআর/১৩