ইরান ও সৌদি আরব খেলাধুলায় 'ইসলামী বিশ্বের ঐক্য'র ওপর জোর দিয়েছে
https://parstoday.ir/bn/news/event-i153304-ইরান_ও_সৌদি_আরব_খেলাধুলায়_'ইসলামী_বিশ্বের_ঐক্য'র_ওপর_জোর_দিয়েছে
পার্সটুডে-ইরান এবং সৌদি আরবের ক্রীড়ামন্ত্রীরা ইসলামি সংহতি গেমসের সাফল্যের জন্য খেলাধুলায় মুসলিম দেশগুলোর ঐক্য এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ২২, ২০২৫ ২০:৪২ Asia/Dhaka
  • ইরান ও সৌদি ক্রীড়ামন্ত্রীরা খেলাধুলায়
    ইরান ও সৌদি ক্রীড়ামন্ত্রীরা খেলাধুলায় "ইসলামী বিশ্বের ঐক্য" নিয়ে আলোচনা করেন

পার্সটুডে-ইরান এবং সৌদি আরবের ক্রীড়ামন্ত্রীরা ইসলামি সংহতি গেমসের সাফল্যের জন্য খেলাধুলায় মুসলিম দেশগুলোর ঐক্য এবং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি এবং সৌদি ক্রীড়ামন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি বুধবার বাহরাইনে এশিয়ান যুব গেমসের ফাঁকে দেখা করেন এবং ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

২০২৯ সালে ইসলামি সংহতি গেমস আয়োজনের জন্য ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের সরকারি প্রতিনিধিদলের চুক্তির কথা উল্লেখ করে দোনিয়ামালি বলেন: বিদ্যমান সক্ষমতা এবং অবকাঠামো বিবেচনা করে ইরান ইসলামি দেশগুলির জন্য একটি উপযুক্ত এবং যোগ্য ইভেন্ট আয়োজন করতে পারে।

ইরানের ক্রীড়ামন্ত্রী একইসঙ্গে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধের কথা স্মরণ করে ক্রীড়াক্ষেত্রে গণহত্যাকারী ইসরাইলের শাস্তি দেওয়ার জন্য ইসলামি দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানান।

সৌদি ক্রীড়ামন্ত্রী ২০২৯ সালে ইসলামি সলিডারিটি গেমস আয়োজনের প্রস্তাবের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন: নিঃসন্দেহে ইরানের এই ইভেন্ট আয়োজনের উচ্চ ক্ষমতা রয়েছে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।