সিরিয়ার কুনেইত্রা গ্রামে এক পরিবারের চার সদস্যকে অপহরণ করেছে ইসরায়েলি সেনারা
https://parstoday.ir/bn/news/event-i154140-সিরিয়ার_কুনেইত্রা_গ্রামে_এক_পরিবারের_চার_সদস্যকে_অপহরণ_করেছে_ইসরায়েলি_সেনারা
পার্স-টুডে: সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের একটি এলাকায় অনুপ্রবেশের পর ইসরায়েলি বাহিনী একটি সিরীয় পরিবারের চার সদস্যকে অপহরণ করেছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের সর্ব-সাম্প্রতিক দৃষ্টান্ত।
(last modified 2025-12-07T04:55:47+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ১৭:১৮ Asia/Dhaka
  • সিরিয়ার সীমানার ভেতরে ইসরায়েলি সেনা-তৎপরতার একটি দৃশ্য
    সিরিয়ার সীমানার ভেতরে ইসরায়েলি সেনা-তৎপরতার একটি দৃশ্য

পার্স-টুডে: সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের একটি এলাকায় অনুপ্রবেশের পর ইসরায়েলি বাহিনী একটি সিরীয় পরিবারের চার সদস্যকে অপহরণ করেছে, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের সর্ব-সাম্প্রতিক দৃষ্টান্ত।

সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াহ জানিয়েছে যে রবিবার খান আরনাবাহ শহরের আল-হাফায়ার অঞ্চলে একই পরিবারের চার যুবককে অপহরণ করেছে ইসরায়েলি সেনারা।

পাঁচটি সামরিক যানবাহনের একটি ইসরায়েলি কনভয় দক্ষিণ কুনেইত্রার সাইদা আল-গোলান শহরে প্রবেশের কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে, পরে ওই সামরিক গাড়িগুলো ফিরে যায়।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী পার্শ্ববর্তী দারা'আ প্রদেশের পশ্চিমে মা'রিয়া গ্রামের উপকণ্ঠেও অভিযান চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং সিরিয়ার ক্ষমতাসীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সরকার একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সরাসরি আলোচনায় জড়িত হয়েছে।

গত বছরের শেষের দিকে প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড জুড়ে প্রায়ই আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বাহিনীকে সিরিয়ার ভূখণ্ডের আরও গভীরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যার লক্ষ্য এই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান নিয়ন্ত্রণ করা।

১৯৭৪ সালের অনাক্রমণ চুক্তির শর্তাবলী কার্যকরভাবে লঙ্ঘন করে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিকে আরব এই দেশটি থেকে পৃথককারী বাফার জোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিরিয়ায় তার দখলদারিত্ব প্রসারিত করেছে।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন যে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় এইচটিএস সরকারের জবাবহীনতা ও তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে তাদের পদক্ষেপের কারণে ইসরায়েল সিরিয়ায় দখলদারিত্ব সম্প্রসারণ করার এবং এই অঞ্চলে বিমান হামলা বৃদ্ধির সাহস ও উৎসাহ পাচ্ছে। #

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন