তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, পুরান ঢাকায় নিহত ৩
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
তবে, যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ইএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম তাদের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার।
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ (শুক্রবার) সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
এদিকে, ভূমিকম্পে ঢাকাসহ কিছু এলাকায় ভবন হেলে পড়া, দেয়ালে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর আসছে। ভূমিকম্পের কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বা আঙিনায় বেরিয়ে আসেন।
আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।
ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। এসময় ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও। কলকাতাসহ রাজ্যে শীতের আমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ। ফলে কম্পন আরও ভাল ভাবে বোঝা গিয়েছে সিলিং ফ্যান দেখে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।#
পার্সটুডে/এমএআর/২১