গাজা 'শান্তি-বোর্ড' থেকে ব্লেয়ার বাদ, স্বাগত জানালো হামাস
-
গাজা 'শান্তি-বোর্ড' থেকে ব্লেয়ার বাদ
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা 'শান্তি বোর্ড'-এর সদস্যপদ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এই পদক্ষেপকে "সঠিক দিকের পদক্ষেপ" হিসেবে স্বাগত জানিয়েছে।
প্রেসটিভি'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, সোমবার ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প তার ২০-দফা পরিকল্পনার অংশ হিসেবে যে "অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ'র তালিকা প্রকাশ করেছেন, তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পরিকল্পনার লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা।
উপকূলীয় অঞ্চলের প্রতিরোধ আন্দোলন হামাস নিশ্চিত করেছে, তারা "ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে টনি ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
এফটি জানিয়েছে, ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলেন, যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে প্রধান করবেন বলে জানিয়েছেন, তাকে এখন আঞ্চলিক বিরোধিতার পর নীরবে বাদ দেওয়া হলো। তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টা চালানো হয়েছিল।
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মার্কিন মিত্র হিসেবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্ব জুড়ে সমালোচনার জন্ম দেয়। ইসরায়েলের পক্ষশক্তি হিসেবে যুক্তরাজ্য ব্যাপকভাবে পরিচিত।
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন