বিভেদ সৃষ্টির জন্য কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেওয়া হবে না: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i155990-বিভেদ_সৃষ্টির_জন্য_কোনো_বিদেশি_শক্তিকে_সুযোগ_দেওয়া_হবে_না_ইরানের_প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সরকার দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও জনগণের উদ্বেগ কমাতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেওয়া হবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সরকার দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও জনগণের উদ্বেগ কমাতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো বিদেশি শক্তিকে সুযোগ দেওয়া হবে না।

আজ (রোববার) ইরানের জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জনগণের জীবনমান উন্নত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন এবং বিদেশি মদদপুষ্ট দাঙ্গার বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহযোগিতা করতে সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

দেশের চলমান সংকট মোকাবিলায় সব ইরানি নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, কোনো নাগরিক যেন অরাজকতা সৃষ্টি না করে এবং কোনো মানুষ যেন অন্য কাউকে হত্যা না করে।

তিনি দাঙ্গাবাজ ও সশস্ত্র সন্ত্রাসীদের পথ থেকে নিজেদের আলাদা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, তার সরকার দেশে দুর্নীতির মূল কারণগুলোর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, "১২ দিনের যুদ্ধে শত্রুর উদ্দেশ্য ছিল আমাদের দেশকে বিশৃঙ্খলার মুখোমুখি করা, যা ব্যর্থ হয়েছিল। এখন, তারা অর্থনৈতিক সমস্যা এবং জনগণের সুবিধার জন্য চলমান সংস্কারের অজুহাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়।" 

একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলা, গাজা ও অন্যান্য স্থানে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্য মার্কিন প্রেসিডেন্টের লজ্জিত হওয়া উচিত।# 

পার্সটুডে/এমএআর/১১