অগ্নি-পি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i101440
পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২১ ১৭:২৮ Asia/Dhaka
  • অগ্নি-পি ক্ষেপণাস্ত্র
    অগ্নি-পি ক্ষেপণাস্ত্র

পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

গতকাল শনিবার সকাল ১১টা ছয় মিনিটের সময় পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের উপকূলীয় এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের  পরীক্ষা চালানো হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করেছেন। এতে বলা হয়েছে, যেসব লক্ষ্যকে সামনে রেখে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তার সবই অর্জিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

অগ্নি-পি নামের দুই স্তর বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল পরিচালিত এবং এতে গাইডেন্স সিস্টেম রয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সমস্ত উন্নত প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।