কোলকাতায় মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম
(last modified Tue, 28 Dec 2021 12:22:35 GMT )
ডিসেম্বর ২৮, ২০২১ ১৮:২২ Asia/Dhaka
  • ফিরহাদ হাকিম
    ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা পৌর কর্পোরেশনের ৩৯ তম মেয়র হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ (মঙ্গলবার) তাঁকে শপথবাক্য পাঠ করান রাম পেয়ারি রাম।

আজ শপথবাক্য পাঠ করার পর ফিরহাদ হাকিম বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী) অনেক আশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন। সেজন্য টিম পৌরসভার কাছে একটাই উদ্দেশ্য থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা পূরণ করা। মানুষকে এমন পরিসেবা দিতে হবে যাতে মানুষ বলেন যে এই বোর্ড শ্রেষ্ঠ।' তিনি আরও বলেন, 'আমরা প্রশাসনিক পদে আছি, কিন্তু আমরা সবাই সেবক। আর আমি ‘প্রধান সেবক’।'  

এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কোলকাতা পৌর কর্পোরেশনের মেয়র হলেন ফিরহাদ হাকিম। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন, ‘এত বড় জয়ের পর মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সকলকে লড়তে হবে। সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নপূরণ করতে হবে।’  

দ্বিতীয়বার মেয়র হিসেবে ফিরহাদ হাকিম যেখানে শপথ নেন এক সময় সেখানে বক্তব্য রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিধান রায়ের মত ঐটিহাসিক ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে তিনি বলেন,  ‘ওদের যোগ্য কোনোদিনও হতে পারব না। যদি ওদের নখের যোগ্য কোনোদিন হতে পারি আমার জীবন পরিপূর্ণ হয়ে যাবে।’

কাউন্সিলর, মন্ত্রী, পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ-এতকিছুর মধ্যে সবচেয়ে পছন্দের কোনটা? এই প্রশ্নের জবাবে   মেয়র ফিরহাদ হাকিম বলেন, কর্পোরেশন তার বেশি পছন্দের জায়গা। কারণ এখানে সরাসরি মানুষের কাছে পরিসেবা পৌঁছে দেওয়া যায়।   শপথ গ্রহণের পর ফিরহাদ হাকিম বলেন, সবাই নিজের ওয়ার্ডের উন্নয়ন করলে, উন্নত কোলকাতা হবে। যখন ডাকি, তখন পাই কাউন্সিলর হতে হবে। যিনি হতে পারবেন, তিনিই শ্রেষ্ঠ কাউন্সিলর হবেন বলেও মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম।#      

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ