করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধিনিষেধ জারি
(last modified Sun, 02 Jan 2022 13:08:29 GMT )
জানুয়ারি ০২, ২০২২ ১৯:০৮ Asia/Dhaka
  • করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গে বিভিন্ন বিধিনিষেধ জারি

ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ (রোববার) রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিভিন্ন বিধিনিষেধের ঘোষণা করেছেন।

পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ রাজ্যে পূর্বনির্ধারিত একাধিক সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি, আজ রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আগামীকাল (সোমবার) থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। মেট্রো রেলও চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

এদিকে বিজেপি’র সিনিয়র নেতা শমিক ভট্টাচার্য রাজ্য সরকারের সমালোচনা করে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য রাজ্য সরকার দায়ী বলে অভিযোগ করেছেন।   

আজ সরকারি নির্দেশিকায় বলা হয়েছে- সমস্ত সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার ও  সেলুন বন্ধ থাকবে। চিড়িয়াখানা থেকে শুরু করে সমস্ত পর্যটনস্থল বন্ধ থাকবে। সমস্ত সরকারি-বেসরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবে। বাজার, শপিং মলে ৫০ শতাংশ মানুষ এক সময়ে ঢুকতে পারবেন। বিয়ে বাড়িসহ সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল ও থিয়েটার। সভা ও জমায়েতে সর্বোচ্চ ২০০ অথবা হলঘরের জায়গার অর্ধেক মানুষ থাকতে পারবেন। রাত্রি ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচলেও কড়া বিধিনিষেধ জারি থাকবে। রাত ১০টার পরে কোনও  অনুষ্ঠান করা যাবে না ইত্যাদি।

এ দিকে, দেশে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ-শনিবার সকাল ৮ টা থেকে আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। একই সময়কালে ২৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে এ পর্যন্ত ১ হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫৬০ জন।   

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১২টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৯ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে ১,৯১৩ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৩০০ জন।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ