ভারতে ফের করোনার প্রকোপ, একদিনে ১ লাখ ১৭ হাজারের বেশি সংক্রমণ
ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পরে এই প্রথম একদিনে ১ লাখ ১৭ হাজার ১০০ সংক্রমণের ঘটনা ঘটেছে।
এরআগে গত বছরের জুন মাসে দৈনিক একলাখ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল।
আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে ২৮.৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৩০২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এ দিকে, দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭ জন। এদের মধ্যে ১ হাজার ১৯৯ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ৮৭৬ জন করোনার নয়া রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫।
ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পরে এত দ্রুত সংক্রমণ হচ্ছে যে, মাত্র গত ১০ দিনে দৈনিক করোনার ঘটনা ১৮ গুণ বেড়েছে। গত ২৮ ডিসেম্বর দেশে একদিনে কোভিড সংক্রমণ ধরা পড়েছিল ৬ হাজার ৩৫৮টি। এরপরে মাত্র ১০ দিনের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজারের বেশি।
ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭১ হাজার ৩৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৮৫ হাজার ৯৬২। একইসময়ে সুস্থ হয়েছে ৩০ হাজার ৮৩৬ জন। দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮।#
পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।