উত্তর প্রদেশে নির্বাচনের জন্য কারাগার থেকেই আজম খানের মনোনয়ন পত্র দাখিল
https://parstoday.ir/bn/news/india-i103022-উত্তর_প্রদেশে_নির্বাচনের_জন্য_কারাগার_থেকেই_আজম_খানের_মনোনয়ন_পত্র_দাখিল
ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রামপুর সদর আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী ও প্রভাবশালী নেতা মুহাম্মাদ আজম খানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজম খান বর্তমানে সীতাপুর কারাগারে রয়েছেন। কারাগার থেকেই তিনি মনোনয়নপত্র দাখিলের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে তার প্রধান নির্বাচনী এজেন্ট অসীম রাজা মনোনয়ন পত্র দাখিল করেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২২ ১৮:১৪ Asia/Dhaka
  • মুহাম্মাদ আজম খান
    মুহাম্মাদ আজম খান

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে রামপুর সদর আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী ও প্রভাবশালী নেতা মুহাম্মাদ আজম খানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজম খান বর্তমানে সীতাপুর কারাগারে রয়েছেন। কারাগার থেকেই তিনি মনোনয়নপত্র দাখিলের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে তার প্রধান নির্বাচনী এজেন্ট অসীম রাজা মনোনয়ন পত্র দাখিল করেন। 

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অসীম রাজা বলেন, আজ মুহাম্মাদ আজম খানের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আমি প্রস্তাবক হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

আজম খান রামপুর সদর আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছেন। তার পরিবারকে রামপুরে প্রভাবশালী মনে করা হয়। আজম খানের ছেলে আবদুল্লাহ আজম খানও সমাজবাদী পার্টির প্রতিদ্বন্দ্বিতা করছেন সোয়ার আসন থেকে। বিভিন্ন মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আজম সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। 

সমাজবাদী পার্টির নেতা আজম খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। এরপর তাকে কারাগার থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছেন আদালত। আজম খান ২৩ মাস ধরে উত্তর প্রদেশের সীতাপুর কারাগারে বন্দী। তার বিরুদ্ধে শতাধিক ফৌজদারি মামলা রয়েছে, যদিও কিছু মামলায় তিনি জামিন পেয়েছেন। 

এদিকে, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, উত্তর প্রদেশ পুলিশ যখন আজম খানকে ধরেছিল, তার বিরুদ্ধে এত মামলা দায়ের করা হয়েছিল যে, তখন সিআরপিসির সমস্ত ধারা কম পড়েছিল।

এরআগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবদুল্লাহ আজম তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে নৃশংসতা ও বাড়াবাড়ি হিসেবে বর্ণনা করেছেন।  আবদুল্লাহ আজম খান বলেন, মামলার সত্যতা কী, তা সবারই জানা,  মাত্র একদফা এজেন্ডা নিয়ে একটি পরিবারকে ধ্বংস ও মানহানি করাই উদ্দেশ্য।

উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনে সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফার নির্বাচন হবে আগামে ১০ ফেব্রুয়ারি। নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ।#

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।