ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৮:৫২ Asia/Dhaka
  • করোনায় মৃত্যুর ৩ নম্বরে ভারত: প্রাণ হারিয়েছে ৫ লাখ মানুষ

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত বিশ্বে করোনার কারণে সর্বোচ্চ মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

৯.১ লাখ মৃত্যু নিয়ে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (৬.৩ লাখ মৃত্যু)। এই তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। সেখানে এখন পর্যন্ত ৩.৩৩ লাখ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভারতে করোনায় ১ হাজার ৭২ জন মারা গেছে। এরফলে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৫৫ জনে পৌঁছেছে। একইসময়ে, ভারতে এ পর্যন্ত ৪ কোটি ১৭ লাখ ৮৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। ভারতে এ পর্যন্ত ৪  কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন।  

ভারতে করোনায় মৃত্যুর প্রথম ঘটনা আসে ২০২০ সালের ১২ মার্চ। ২০২০ সালের ২  অক্টোবর দেশে করোনার কারণে প্রাণ হারায় ১ লাখ মানুষ। করোনার প্রথম ঢেউয়ে প্রাণ হারিয়েছে ১.৫৫ লাখ মানুষ। এই ঢেউ ২০২০ সালের মে থেকে ২০২১ সালের  জানুয়ারী পর্যন্ত স্থায়ী হয়েছিল।     

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে। দেশ প্রায় ১১  মাস ধরে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ছিল। এ সময়ে মারা গেছে ৩.২৪ লাখ মানুষ। দ্বিতীয় ঢেউয়ের শীর্ষে, একদিনে গড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে।  তুলনামূলক ভাবে,  করোনার তৃতীয় ঢেউ কম ভয়ঙ্কর হয়েছে। জানুয়ারিতে শুরু হওয়া এই ঢেউয়ে এ পর্যন্ত মাত্র ১১ হাজার ৬০০ রোগী প্রাণ হারিয়েছে। এই প্রেক্ষাপটে বলা যায়, ভারতে করোনায় মৃত্যুর হার আগের তুলনায় কমেছে।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ