দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিস খানের লাশ
https://parstoday.ir/bn/news/india-i104516-দ্বিতীয়বার_ময়নাতদন্তের_জন্য_কবর_থেকে_তোলা_হল_আনিস_খানের_লাশ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ (সোমবার) জেলা জজের উপস্থিতিতে কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৬:২৩ Asia/Dhaka
  • দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিস খানের লাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিস খানের লাশ দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ (সোমবার) জেলা জজের উপস্থিতিতে কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।

আজ সকাল আটটা নাগাদ বিশেষ তদন্তকারী টিম ‘সিট’-এর সদস্যরা আনিসের আমতার বাড়িতে যান। উপস্থিত ছিলেন হাওড়ার ‘বিএমওএইচ’ এবং এগজিকিউটিভ  ম্যাজিস্ট্রেট। তারা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। তারপর শুরু হয় কবর থেকে আনিসের লাশ তোলার প্রস্তুতি। 

আনিসের বাবার সঙ্গে কথা বলছেন সিট সদস্যরা

কিন্তু আনিসের বাবা সালাম খান বলেন, জেলা জজ না এলে তিনি লাশ কবর থেকে তুলতে দেবেন না। অবশেষে বেলা ১২টা নাগাদ জেলা জজ ঘটনাস্থলে পৌঁছলে তার সামনে কবর থেকে লাশ তোলার প্রক্রিয়া শুরু হয়। এবং সাড়ে বারোটা নাগাদ কবর থেকে আনিস খানের লাশ তোলার কাজ সম্পন্ন হয়। আজ তার লাশ তোলার সময়ে এলাকার বহু মানুষজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।  

আনিসের কবরস্থলে যাচ্ছেন জেলা জজ

গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মধ্যরাতে হাওড়া জেলার আমতায় আনিস খানের মৃত্যুতে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। রাজ্য রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি গড়ায় কোলকাতা হাইকোর্ট পর্যন্ত।

কবর থেকে দেহ তোলা দেখতে গ্রামবাসীদের ভিড়

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার বাসিন্দা সাবেক ছাত্র নেতা আনিস খানের হত্যার ঘটনার তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী টিম বা ‘সিট’ -এর উপরে আস্থা রাখার পাশাপাশি কোলকাতা হাই কোর্ট একইসঙ্গে, ওই ছাত্রনেতার লাশের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়।   

গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খান ‘এনআরসি’ ইস্যু এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন।#

 

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।