আনিস খান হত্যাকাণ্ডের তদন্তে এক মাস সময় দিল হাইকোর্ট
https://parstoday.ir/bn/news/india-i105212-আনিস_খান_হত্যাকাণ্ডের_তদন্তে_এক_মাস_সময়_দিল_হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার) কোলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ এপ্রিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২২ ২০:৩৭ Asia/Dhaka
  • হাইকোর্ট
    হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার) কোলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ এপ্রিল।

এরআগে গত ২১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে বিশেষ তদন্ত টিম (সিট) গঠন করে তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আজ আদালত সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে তদন্তের সময়সীমা কোনওভাবেই বাড়ানো হবে না। এর পাশাপাশি, পুলিসের কাজে কোনওভাবে বাধা না দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আগামী একসপ্তাহের মধ্যেই ওই মামলার ফরেন্সিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। পুলিসকে বলা হয়েছে, কোনওভাবে প্রভাবিত না হয়ে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্য। আদালত বলেছেএটাই শেষ সুযোগ। পুলিশকে আরও এক মাস সময় দেওয়া হবে। তার মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর পুলিশ যদি তাতেও ব্যর্থ হয়, তখন আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।  

এ দিকে, ওই ইস্যুতে নিহত আনিস খানের বাবা সালাম খান বলেন, ‘তদন্তে সময় চাওয়ার নামে রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’  ‘পুলিশ আমার ছেলেকে খুন করেছে। সেজন্য পুলিশি তদন্তে ঢিলেমি আছেবলেও মন্তব্য করেন সালাম খান। যারা আনিস খানের বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে এবার তিনি তাদের সঙ্গে ছেলের বিচার চাইতে পথে নামবেন বলেও জানিয়েছেন সালাম খান।

গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের। তার পরিবারের দাবি, পুলিশের পোশাকে আসা লোকজন আনিসকে হত্যা করেছে। ওই ঘটনার তদন্তে রাজ্য সরকার গত ২১ ফেব্রুয়ারি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটগঠন করেছে। পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, মূল অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আনিস খানের পরিবারের লোকজন  অবশ্য বরাবরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।