মার্চ ১৮, ২০২২ ১৮:৪৮ Asia/Dhaka
  • শিক্ষামন্ত্রী বিসি নাগেশ
    শিক্ষামন্ত্রী বিসি নাগেশ

ভারতে বিজেপিশাসিত গুজরাটের পরে, এবার কর্ণাটকের স্কুল পাঠ্যক্রমেও ভগবদ্গীতা অন্তর্ভুক্ত করা হতে পারে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ আজ (শুক্রবার) এমনই ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, ‘ভগবদ্গীতা’ শুধু হিন্দুদের জন্য নয়, সকলের জন্য। বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই স্কুলে পড়ানো উচিত। 

এরআগে গতকাল (বৃহস্পতিবার) গুজরাট সরকারের পক্ষ থেকে স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ‘ভগবত গীতা’ পর্যন্ত পড়ানো হবে জানানো হয়েছিল। শিক্ষার্থীদের আদর্শ মূল্যবোধ এবং নীতি শেখানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২২-এর অধীনে চলতি বছরের জুন মাস থেকে এই নয়া পাঠ্যসূচি চালু হচ্ছে। ভারতীয় জ্ঞানতন্ত্র নামক বিশেষ পরিকল্পনার আওতায় রাখা হচ্ছে এই নয়া পাঠ্যসূচিকে।

বৃহস্পতিবার গুজরাট বিধানসভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী জিতু বাঘানি। তিনি বলেন, ‘স্কুলের ছাত্রছাত্রীদের গীতা এবং গীতার শ্লোকের মর্মার্থ সম্পর্কে বোধ থাকা জরুরি।’

রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গীতার মূল্যবোধ এবং নীতির সঙ্গে পরিচয় করানো হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্কুলশিক্ষার প্রথম পর্যায়ে ভারতীয় সংস্কৃতি, জ্ঞানতন্ত্রকে রাখা হবে। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গীতার মূল্যবোধ এবং নীতি শেখানো হবে, যাতে এ ব্যাপারে তাদের জ্ঞান এবং আগ্রহ  বাড়ে।’   

এদিকে, আজ (শুক্রবার) কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন,   ‘ভগবদ্গীতা কেবল হিন্দুদের জন্য নয়, এটি সকলের জন্য। বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই স্কুলে পড়ানো উচিত। প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে স্কুলে নৈতিক শিক্ষা আবার শুরু করা হবে কী না।’

আজ সংবাদ সংস্থা ‘এএনআই হিন্দি নিউজ’ সূত্রে প্রকাশ, কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেন, শিক্ষাক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করতে হবে, যারা সিদ্ধান্ত নেবে কোন কোন বিষয়ে নৈতিক শিক্ষা  হওয়া উচিত। যেটি বাচ্চাদের উপর ভাল প্রভাব ফেলে তা শেখানো শুরু করা যেতে পারে- তা ভগবদ্গীতা, রামায়ণ বা মহাভারত হোক।  

গণমাধ্যমে প্রকাশ, ভগবদ্গীতা, বেদব্যাস দ্বারা রচিত ‘গীতা’নামেও পরিচিত, যেটি মহাভারত যুদ্ধ শুরুর ঠিক আগে হিন্দুদের ভগবান কৃষ্ণ এবং পাণ্ডব রাজকুমার অর্জুনের মধ্যে একটি কথোপকথন বর্ণনা করে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ