ঘোনারবন আলিয়া একাডেমীতে অনুষ্ঠিত ইমাম খোমেনী (রহ.)'র ৩৩তম মৃত্যুবার্ষিকী
(last modified Wed, 08 Jun 2022 10:46:58 GMT )
জুন ০৮, ২০২২ ১৬:৪৬ Asia/Dhaka
  • আলিয়া একাডেমীতে অনুষ্ঠিত ইমাম খোমেনী (রহ.)র ৩৩তম মৃত্যুবার্ষিকী
    আলিয়া একাডেমীতে অনুষ্ঠিত ইমাম খোমেনী (রহ.)র ৩৩তম মৃত্যুবার্ষিকী

কোলকাতার ঘোনারবন মিনাখাঁ আলিয়া একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইমাম খোমেনী (রহ.)'র ৩৩তম মৃত্যুবার্ষিকী। আজ ৮ই জুন (বুধবার) ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা মরহুম হজরত আয়াতুল্লাহ ইমাম খোমেনী (রহ.)'র ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ইমাম খোমেনী (রহ.)'র ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘোনারবন মিনাখাঁ আলিয়া একাডেমী প্রাঙ্গণে এক শোকসভার আয়োজন করা হয়। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইরানের সবো্র্চ্চ নেতার বিশেষ প্রতিনিধি, বিশেষ সমাজকর্মী ও শিক্ষানুরাগী জনাব মাওলানা মেহেদী-ই-মেহদাবিপুর। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মাজিদ সালেহীসহ আরো অনেকে। 

এই মহতী অনুষ্ঠানের মুখ্য ভূমিকায়  ছিলেন, 'স্মরণীয়া ওয়েলফেয়ার সোসাইটির' সম্পাদক জনাব মাওলানা ফিরোজ হোসেন যায়দী। মাওলানা তোফাজ্জুল হোসেন সাহেবের দ্বারা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে আসকারী স্কুলের প্রিন্সিপাল জনাব মাওলানা কাশিম রেযা রিজভী বলেন: ইমাম খোমেনী (রহ.) আধুনিক যুগকে বিশ্বের মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছিলেন। 

পরিশেষে প্রধান অতিথি জনাব মেহেদী-ই-মেহাদাবিপুর বলেন: "ইমাম খোমেনী (রহ.)  ছিলেন একজন আরিফ এবং দূরদর্শী ব্যক্তিত্ব, ইমাম খোমেনী (রহ.) বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্যের ডাক দিয়েছিলেন।#

ট্যাগ