শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের নাম ঘোষণা
রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব, মুর্শিদাবাদ’ আয়োজিত ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ প্রতিযোগিতায় সেপ্টেম্বর, ২০২২-এর ফল প্রকাশ করা হয়েছে। এ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিলেন তারা হলেন-
১. মোঃ শাহাদত হোসেন, কিশোরগঞ্জ বাংলাদেশ (পত্রের সংখ্যা: ২)।
২. তরুণ কুমার মৈত্র, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত (পত্রের সংখ্যা: ২)।
৩. মোঃ মেহেদী সানি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বঙ্গ, ভারত (পত্রের সংখ্যা: ১)।
৪. অলোক দাস, ভুবনেশ্বর, উড়িষ্যা, ভারত (পত্রের সংখ্যা: ৩)।
৫. নিজামুদ্দিন শেখ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত (পত্রের সংখ্যা: ১৩)।
৬. মোঃ রাসেল শিকদার, কেন্দুয়া, মাদারীপুর, বাংলাদেশ (পত্রের সংখ্যা: ৪)।
৭. হারুন অর রশীদ, মাদারগঞ্জ, জামালপুর, বাংলাদেশ (পত্রের সংখ্যা: ২)
৮. বিধান চন্দ্র সান্যাল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বঙ্গ, ভারত (পত্রের সংখ্যা: ১৩)
৯. মোঃ আব্দুল হাকিম মিয়া, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ (পত্রের সংখ্যা: ২)
১০. জাহাঙ্গীর আলম, রাজশাহী, বাংলাদেশ, (পত্রের সংখ্যা: ২)।
১১. আনন্দ মোহন বাইন, ছত্তিশগড়, ভারত (পত্রের সংখ্যা: ১)।
১২. শাওন হোসেন, রাজবাড়ী, বাংলাদেশ (পত্রের সংখ্যা: ১)।
১৩. মুস্তাফিজুর রহমান সাফি, রাজশাহী, বাংলাদেশ (পত্রের সংখ্যা: ২)
পত্রের গুণগত মান বিচার করে, সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ হিসেবে দুজন শ্রোতা বন্ধুকে বিজয়ী করা হয়েছে। বিজয়ীরা হলেন-
১. বিধান চন্দ্র সান্যাল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বঙ্গ, ভারত।
২. হারুন অর রশীদ, মাদারগঞ্জ, জামালপুর, বাংলাদেশ।
‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব, মুর্শিদাবাদ’-এর পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানাই। সেই সাথে অংশগ্রহণকারী সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ। আশা করি অক্টোবর মাসেও আপনাদের আশানুরূপ সাড়া পাব। অক্টোবর মাসে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে দ্রুত আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন রেডিও তেহরানের ঠিকানায়: [email protected] আর একটি কপি দিন এই ইমেইলে- [email protected]
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।