১৩ নভেম্বর ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে ফাইনালে ইংল্যান্ড
ওপেনার আলেক্স হেলস ও জস বাটলারের ১৭০ রানের রেকর্ড জুটিতে ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ১৩ নভেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
অ্যাডিলেডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংস ও বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ড জয়ের রান তুলে নেয় ১৬ ওভারে।
শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় রোহিত শর্মারা। ৫ রানে ক্রিস ওকসের উইকেটে পরিণত হন কেএল রাহুল। আরেক ওপেনার রোহিত শর্মা ২৮ বলে ২৭ রান করেন। সুবিধা করতে পারেননি সূর্য কুমার যাদব। তিনি ১০ বলে ১৪ রান করে ফিরে যান। তাঁর উইকেট তুলে নেন আদল রশিদ।
এরপর বিরাট কোহলির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। কোহলি ৪০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন। পান্ডিয়া ৩৩ বলের ঝড়ো ইনিংসে ৬৩ রান করেন। ঝড়ো ইনিংসটি ৪ চার ও ৫ ছক্কায় সাজান ভারতীয় অলরাউন্ডার। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন।
১৬৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন হেলস ও বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যে কোনো উইকেটেই এটি সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫২*, সেটিও এসেছিল ভারতের বিপক্ষেই, গত বিশ্বকাপে!
অধিনায়ক বাটলার ৪৯ বলে ৯ চার ও ৩ ছক্কায় করেছেন ৮০ রান। আর হেলসের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৮৬ রান। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
পুরস্কার হাতে নিয়ে হেলস বলেন, "কখনো ভাবিনি আবার বিশ্বকাপে খেলব। সুযোগ পাওয়ার অনুভূতিটাই বিশেষ কিছু ছিল। এ দেশে (অস্ট্রেলিয়ায়) খেলতে ভালোবাসি। জস (বাটলার) অবিশ্বাস্য ছিল।"
লজ্জাজনক পরাজয়ের পর প্রতিক্রিয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘যদি আমরা আঁটসাঁট বোলিং করতে পারতাম আর ব্যাটাররা রান করতো, তাহলে মেনে নিতাম। কিন্তু আমরা আজকে সেটা করতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও কঠিন ছিল কিন্তু আমার মনে হয় সেদিন আমরা নিজেদের নার্ভ ধরে রেখেছিলাম, ভালোভাবে প্রয়োগ করতে পেরেছি।"
তিনি বলেন, "এটা খুব হতাশাজনক আমরা আজ যেমন করেছি। আমার মনে হয় এরপরও শেষদিকে ভালো ব্যাট করেছি ওই সংগ্রহটা গড়তে। কিন্তু বল হাতে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এটা এমনও উইকেট না যে কোন দল ১৬ ওভারে এই রান তাড়া করে ফেলবে। বল হাতে আমরা পারিনি আজ।"
আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠেয় ফাইনালে পাকিস্তান ও ইংল্যান্ড পরস্পরের বিপক্ষে নামবে। ৩০ বছর আগে এমসিজিতে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দেশ দুটি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।