ভারতের ভোপালে তাবলিগ জামাতের ৭৩তম ইজতেমা শুরু
(last modified Fri, 18 Nov 2022 14:13:23 GMT )
নভেম্বর ১৮, ২০২২ ২০:১৩ Asia/Dhaka
  • ভারতের ভোপালে তাবলিগ জামাতের ৭৩তম ইজতেমা শুরু

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের ইজতেমা। এ বছর ১৮ থেকে ২১ নভেম্বর ইজতেমা অনুষ্ঠিত হবে। ভোপালের ইজতেমায় দেশ-বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষজন শামিল হন।

করোনার কারণে গত দু’বছর এই আয়োজন করা যায়নি। বিদেশি জামাত এবারের ইজতেমা আয়োজনে অংশ নেবে না। ২১ নভেম্বর সম্মিলিত মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।     

ভোপালের ইব্রাহিমপুরার মসজিদ শাকুর খানে প্রথম ইজতেমার আয়োজন করা হয়। প্রথম ইজতেমায় ১৪ জনের সমাগম হয়েছিল। ইজতেমার ভিত্তি স্থাপন করেন মাওলানা মিসকিন সাহেব। ১৯৭১ সাল থেকে ভোপালের তাজুল মসজিদে ব্যাপকভাবে ইজতেমার আয়োজন করা হয়। ২০০২ সাল পর্যন্ত তাজুল মসজিদ প্রাঙ্গণে ইজতেমার আয়োজন করা হতো। কিন্তু ইজতেমায় ক্রমবর্ধমান ভিড়ের পরিপ্রেক্ষিতে ২০০৩ সাল থেকে ভোপাল সংলগ্ন একটি জায়গায় ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপকভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০ নভেম্বর রাত ৯ টা থেকে ভোপালের সীমান্তবর্তী জেলাগুলো থেকে ভোপাল শহরে সমস্ত ধরণের ভারী পণ্যবাহী যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।  

৪ দিনের ইসজতেমায় কমপক্ষে ১০ লাখ লোকের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে। ইজতেমায় তিনশ’ একর জায়গা জুড়ে বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এখানে কার্যত মিনি সিটি গড়ে তোলা হয়েছে। ১৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, সাড়ে চার হাজার টয়লেট এবং ১৭ হাজার মানুষের একসঙ্গে অজু করার ব্যবস্থা করা হয়েছে। দু’বছর পর অনুষ্ঠিত হচ্ছে ৭৩তম ইজতেমা। করোনার কারণে গত দু’বছর ইজতেমার আয়োজন করা যায়নি।#       

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ