মহারাষ্ট্রে লাম্পি ভাইরাস সংক্রমণে ১০ মাসে ১১ হাজার গবাদি পশুর মৃত্যু
(last modified Thu, 29 Dec 2022 12:49:54 GMT )
ডিসেম্বর ২৯, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka
  • মহারাষ্ট্রে লাম্পি ভাইরাস সংক্রমণে ১০ মাসে ১১ হাজার গবাদি পশুর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে চলতি বছরে লাম্পি ভাইরাসে ১ লাখ ৭৮ হাজারের বেশি গবাদি পশু আক্রান্ত হয়েছে এবং ১০ মাসে ১১ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে।   

বিধানসভায় ওই তথ্য জানিয়েছে রাজ্য সরকার। মৃত গবাদি পশুর জন্য ক্ষতিপূরণও বিতরণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং গুজরাটের পর মহারাষ্ট্রেও লাম্পি ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে। গত (মঙ্গলবার) বিধানসভায় দেওয়া তথ্যে প্রকাশ রাজ্যটিতে গত অক্টোবর পর্যন্ত ১১ হাজার ৫৪৭ টি গবাদিপশু মারা গেছে। বিধানসভায় প্রশ্নোত্তরের সময়, মহারাষ্ট্রের ‘এনডিএ’ সরকারের রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাটিল বলেন, রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩৩টিতে লাম্পি ভাইরাসের প্রকোপ দেখা গেছে। এখানে ২৯১ টি তহসিলে গবাদি পশু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুর খবর পাওয়া গেছে।   

বিধান পরিষদে ডা. মনীষা কায়ান্দে, মহাদেব জানকার, একনাথ খাডসে এবং অন্যরা লাম্পি ভাইরাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যার জবাবে রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাটিল ওই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী আরও জানান, লাম্পি ভাইরাস থেকে  রক্ষা করার জন্য প্রায় ১.৩৯ কোটি গবাদিপশুকে গট পক্স-ভাইরাস টিকা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে ১ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ৩০৪ গবাদি পশুর মধ্যে ২.৭১ শতাংশ পশু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার নির্দেশিকা অনুযায়ী মৃত গাভী প্রতি ৩০ হাজার টাকা, মৃত বলদের জন্য ২৫ হাজার টাকা এবং মৃত বাছুরের জন্য ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও রাজস্ব মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাটিল জানিয়েছেন।  

ভারতে চলতি বছরে গত সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক লাখ গবাদি পশু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। রাজস্থানে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এখানে সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ হাজারের বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৯

ট্যাগ