আমরা চাই বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i118566-আমরা_চাই_বিচারবিভাগের_সম্পূর্ণ_স্বাধীনতা_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমরা চাই বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০২৩ ১৯:৫৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমরা চাই বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা।

আজ (মঙ্গলবার) মেঘালয়ে রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি ওই মন্তব্য করেন। মমতা বলেন, ‘আমরা চাই বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা। কিন্তু কলেজিয়াম নিয়ে ওদের কিছু একটা মতলব আছে। এটা মনে হয় একটা নতুন পরিকল্পনা! আমরা বিচারবিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চাচ্ছি।’ 

এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি নিয়োগে ‘কলেজিয়াম’ পদ্ধতিকে অস্ত্র করে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। মমতা বলেন, ‘বিভিন্ন হাইকোর্ট তাদের কলেজিয়াম সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট সেই সুপারিশ পাঠিয়ে দেয় ভারত সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরি বিচারবিভাগে হস্তক্ষেপ করে। এটা আমরা চাই না।’ মমতার অভিযোগ, হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট-সর্বত্রই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চলছে।

এ ব্যাপারে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, ‘বিচারবিভাগ তো স্বাধীনই আছে। কিন্তু সারা দেশের মানুষ জানেন, পশ্চিমবঙ্গের নিম্ন আদালতকে পরাধীন করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। হাইকোর্টের বিচারপতির বাড়ির সামনে পোস্টার মারা হচ্ছে। এমন নজিরবিহীন ঘটনা এ দেশে কোনও দিন ঘটে নি। বিচারব্যবস্থাকে আক্রমণ করেছে তৃণমূল। সংবিধানের প্রধান স্তম্ভকে তৃণমূল ধ্বংস করতে চাচ্ছে। মুখ্যমন্ত্রী এসব বলছেন, কারণ হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে যেসব তদন্ত চলছে, তা তিনি বন্ধ করতে চান’ বলেও মন্তব্য করেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।#

পার্সটুড/এমএএইচ/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।