দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীকে সরাতে হবে: শুভেন্দু
ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন, বন্দুক নিয়ে ড্যান্স কেন: মমতার প্রশ্ন
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন নিয়ে যাবে? বন্দুক নিয়ে ড্যান্স করবে কেন?’
তিনি আজ (সোমবার) এ প্রসঙ্গে আরও বলেন, ‘বুলডোজার কেন নিয়ে যাবে? কোন অনুমতিতে? কার অনুমতিতে? ট্রাক্টার কেন নিয়ে যাবে? এগুলো সবকটাই বেআইনি। মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে এদের। বাইরের লোক। এখানকার লোকও নয়।’
তিনি বলেন, ‘এলাকা পুরো শান্ত। সেই এলাকাকে অশান্ত করতে এসেছে কে? ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এটা খায় নাকি মাথায় দেয়? এটা কাঁচালঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, মহিলা কমিশন, চিলড্রেন কমিশন!’
বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘ মিডিয়াকে সকাল বেলা বলে দেয় এই খবর দেবে না। গণতন্ত্র কোথায়? একটা মানুষ একটা কথা বলতে পারে না!’
এদিকে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও রিষড়ার অশান্তির পর রাজ্যে এসেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। পুলিশ-প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দেওয়া হবে।’
অন্যদিকে, আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতাকে সাম্প্রতিক সহিংসতা বা দাঙ্গা প্রসঙ্গে বলেছেন, ‘এই দাঙ্গা কোনও ধর্ম সম্প্রদায়ের লোক করেনি। করেছে শিবপুরের তৃণমূলের মুসলিম নেতা সালিম আহমেদ এবং রিষড়ার তৃণমূলের ভাইস চেয়ারম্যান জাভেদ হাসান। দাঙ্গাবাজ কারা? তৃণমূল। দাঙ্গার নেত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দাঙ্গাবাজদের হটাতে হবে। হনুমান জয়ন্তীতে একটাও ঘটনা ঘটেনি কেন্দ্রীয় বাহিনী থাকায়। আমরা মনে করি পশ্চিমবঙ্গে এই দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীকে সরানো দরকার’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১০