এনআরসি'র নোটিস কেন?
পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে মমতার হুঁশিয়ারি, ‘আগুন নিয়ে খেলবেন না’
-
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিম বাংলায় এসআইআরের প্রস্তুতির তোড়জোড় শুরু হতেই ফের তীব্র বিরোধিতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ (বৃহস্পতিবার) নবান্ন সভাঘর থেকে সরাসরি সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মমতা বলেছেন, 'তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয়, তার দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, এখন বাংলায় দুর্যোগ পরিস্থিতি। বন্যায় মানুষের ঘরবাড়ি, কাগজপত্র সব ভেসে গিয়েছে। কোথা থেকে মানুষ এখন কাগজ দেবে? কেউ কেউ আবার উৎসবের ছুটিতে বাইরে আছেন। তারাই বা এখন কাগজ দেখাবেন কীভাবে?'
নদিয়ার দুই নাগরিক এনআরসি নোটিস পেয়েছেন পুজোর পরপর। সেই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, 'এসআইআরের নামে কেন এনআরসি নোটিস পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিস পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? গায়ের জোরে কোনোদিনও এনআরসি করতে পারবেন না। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিন।
এরইমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর হুমকির সুরে বলেছেন, দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তার এই মন্তব্য নিয়ে মমতার প্রশ্ন, এসআইআরের কাজ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে ওই কথা বললেন? সবকিছুর পিছনে কি মীরজাফরের সিদ্ধান্ত? উনি যা বলবেন, তাই হবে? আপনারা বাংলার বকেয়া দেন না, বাংলাকে সবক্ষেত্রে বঞ্চিত করেন আর ভোট এলেই আপনাদের টাকা বের হয়!
মমতা কড়া ভাষায় বলেন, মনে রাখবেন, বাংলায় প্রতিটি সম্প্রদায়ের মানুষ লড়াকু। তারা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেবে। আপনারা তাঁদের দমিয়ে রাখতে পারবেন না।'
উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘মীরজাফর’ বলে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও ফের সেকথাই বললেন।
এই মুহূর্তে রাজ্য সফরে এসেছে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল। তাদের সাথে রয়েছেন মুখ্য নির্বাচনি কর্মকর্তা জ্ঞানেশ ভারতী। তারা বৃহস্পতিবার কোলাঘাটে গিয়ে বুথস্তরের নির্বাচনি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে প্রশ্ন করে বলেন, এখন তো ভোট নয়। এখনও কমিশনের অধীনে যায়নি রাজ্য। তবে কেন বিএলও-দের নিয়ে বৈঠক করছেন? নাম না করে মমতার হুঁশিয়ারি, দুর্নীতির অনেক অভিযোগ আছে, সময় হলে ঠিক প্রকাশ করব।'
পার্সটুডে/জিএআর/৯