ভারতে খুশির উৎসব ঈদুল ফিতর পালিত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
-
জয়পুরে ঈদের জামাত
ভারতে আজ খুশির উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ (শনিবার) সকালে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও অন্য নেতা-নেত্রীরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ উপলক্ষে আজ সকাল থেকেই দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ, মধ্য প্রদেশের রাজধানী ভোপালের ঈদগাহ, রাজস্থানের জয়পুরে ঈদগাহ রোডে, মুম্বাইয়ের মাহিম দরগা, কোলকাতার রেড রোডসহ বহু জায়গায় ঈদের নামাজের জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কোলকাতার রেড রোডে ঈদের জামাতকে কেন্দ্র করে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মমতা এ সময়ে বিজেপিকে নিশানা করে বলেন, আমরা শান্তি চাই। আমরা দাঙ্গা চাই না। যারা দেশ ভাঙতে চায়, আমি তাদের বলতে চাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু দেশকে ভাগ হতে দেবো না।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঈদের শুভেচ্ছা জানাতে পাটনার গান্ধী ময়দানে উপস্থিত ছিলেন। উত্তর প্রদেশের লক্ষনৌয়ের আইশবাগের ঈদগাহে পৌঁছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সবাইকে শুভেচ্ছা জানান। মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং উজ্জয়নের ঈদগাহে পৌঁছে মানুষজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন গোলাম নবী আজাদসহ অনেক নেতা। দিল্লির শিয়া জামে মসজিদে নামাজ পড়েন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। ঈদ উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের ফুলবাড়িসহ অন্যত্র আজ বিএসএফ ও বিজিবি জওয়ানরা মিষ্টি বিনিময় করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।