ভারতে একদিনে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত, মৃত ২২
(last modified Sun, 23 Apr 2023 12:44:41 GMT )
এপ্রিল ২৩, ২০২৩ ১৮:৪৪ Asia/Dhaka
  • ভারতে একদিনে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত, মৃত ২২

ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে ১০ হাজার ১০৫ জন। একইসময়ে মারা গেছেন ২২ জন।

ভারতে এ নিয়ে এ পর্যন্ত ৪ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৯৮৯ জন করোনা আক্রান্ত হলেন। এবং একইসময়ে ৫ লাখ ৩১ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৮৫৪ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছে ৬৭ হাজার ৮০৬ জন।

রাজধানী দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। মারা গেছেন ৬ জন। দিল্লির পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৮৫০ জন আক্রান্ত এবং মারা গেছেন ৫ জন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪৩।

এক পরিসংখ্যানে প্রকাশ, ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মাত্র ৭ দিলেই ৭৩ হাজার ৮৭৪ টি নয়া সংক্রমণ হয়েছে। চলতি এপ্রিলের ২২ দিনে ১.৬৯ লাখ করোনার নয়া সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। গত মার্চের ৩১ দিনে, মাত্র ৩১ হাজার ৯০২ টি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। সেই তুলনায় এপ্রিলে ৫.৩ গুণ বেশি সংক্রমণ পাওয়া গেছে। এপ্রিলের এখনও ৮ দিন বাকি, এমন পরিস্থিতিতে নয়া সংক্রমণের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও কেরালাতেই ৬৩ শতাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩ 

  

 

ট্যাগ