ইউক্রেনের জন্য ইউরোপীয় ঋণ আসে করদাতাদের পকেট থেকে: মার্কিন সংবাদপত্র
-
ইউক্রেনকে ইউরোপীয় ঋণ আসে করদাতাদের পকেট থেকে: মার্কিন সংবাদপত্র
পার্সটুডে-আমেরিকার একটি সংবাদপত্র লিখেছে: ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহারের সম্ভাবনা ক্রমশ হ্রাস পেয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার লিখেছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো ঋণ ইউরোপীয় করদাতাদের পকেট থেকে নেওয়া হবে। পার্সটুডে অনুসারে, প্রকাশনাটি ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহারের সম্ভাবনা ক্রমশ হ্রাস পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে: রাশিয়ার সম্পদ ব্যবহারে ইউরোপীয়দের অস্বীকৃতি জানানোর ফলে, অনেক বেশি খরচ হবে, সম্ভবত সুদের অর্থ প্রদানের কারণে করদাতাদের জন্য বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হবে।
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা সূত্রগুলো ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে যে ইইউ বাজেট থেকে ঋণ অনুমোদনের কারণে, এখন তারা ইউক্রেনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের রাশিয়ার সম্পদ ব্যবহার করতে রাজি হবার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে পড়েছে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন