কোলকাতায় মহিলা তৃণমূলের ৩২ ঘণ্টার ধর্না-বিক্ষোভ
(last modified Wed, 03 May 2023 13:01:59 GMT )
মে ০৩, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • কোলকাতায় মহিলা তৃণমূলের ৩২ ঘণ্টার ধর্না-বিক্ষোভ

ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনাসহ বিভিন্ন অভিযোগে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মহিলা তৃণমূল কংগ্রেস ৩২ ঘণ্টার ধর্না-বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে শুরু হওয়া ওই কর্মসূচি চলবে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কোলকাতায় ওই প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, এমপি মালা রায়সহ তৃণমূল নেত্রীরা উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হন। এ সময়ে তারা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হচ্ছে। তার সাথে সাথে  কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের যে প্রাপ্য টাকা, যেমন একশো দিনের প্রকল্পের কাজের টাকা, আবাস যোজনার টাকাসহ বিভিন্ন খাতে রাজ্যের যে এক লাখ পনের হাজার কোটি টাকা পাওনা আছে তার দাবিতে আন্দোলন।’ 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডির নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতাকে নষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য বিজেপি নেতাদের নাম না করে চন্দ্রিমা আরও বলেন,  এই সংস্থাগুলোর উপরে  বিজেপির যে নিয়ন্ত্রণ আছে সেটা এখানে যত নেতা আছে ফুলটুস বাবু লালটুস বাবুসহ সকলের কথায় তা প্রমাণিত হয়েছে।

তৃণমূল এমপি মালা রায় বলেন, ‘রাজ্যের প্রাপ্য টাকা আটকে দিয়ে কেন্দ্রীয় সরকার যে নোংরা রাজনীতি করছে, তার বিরুদ্ধে সোচ্চার হবে বাংলার মানুষ। এই দাবি দাওয়া নিয়ে আমরা দিল্লি পর্যন্ত যাব। কিছুদিন আগে আমরা সাংসদরা দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি দিয়েছিলাম, তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি দেখা তো করেননি এবং চিঠির জবাবও দেননি। সেজন্য এবার প্রয়োজনে দিল্লিতেও প্রতিবাদ ও ধর্না-অবস্থান করা হবে’ বলেও মালা রায় এমপি জানান।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩            

ট্যাগ