নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন অমিত শাহ: কমিশনে অভিযোগ জানাল তৃণমূল
(last modified Tue, 29 Oct 2024 13:01:46 GMT )
অক্টোবর ২৯, ২০২৪ ১৯:০১ Asia/Dhaka
  • অমিত শাহ
    অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। গত রোববার অমিত শাহ উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনালের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়েই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

হাড়োয়া, নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংরা– এই ছয়টি বিধানসভা কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব এলাকায় আদর্শ আচরণবিধি জারি রয়েছে। তারই মধ্যে গত রোববার, ২৭ অক্টোবর বনগাঁর পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করেছেন। সেখান থেকে ২০২৬-এ বঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচারও সেরেছেন তিনি। পরিবর্তনের ডাক দিয়ে অমিত শাহর বক্তব্য ছিল, “বাংলায় অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। তা বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি।”

এই বক্তব্যের প্রতিবাদে তৃণমূল নেতা সুব্রত বক্সি নির্বাচন কমিশনে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ইন্টিগ্রেটেড চেক পয়েন্ট, প্যাসেঞ্জার টার্মিনাল ও পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন করে তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন।  চিঠিতে বলা হয়, "নির্বাচনী বিধি অনুযায়ী যেসব জায়গায় ভোট বা উপনির্বাচন, সেখানে মন্ত্রীরা সরকারি অনুষ্ঠানে গেলেও প্রশাসনের কোনও সুবিধা গ্রহণ করা যায় না। সরকারি অনুষ্ঠানে গিয়ে ভোটের প্রচারে রাজনৈতিক মন্তব্য করা যায় না।"

স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননার করার জন্য নানা রাজনৈতিক মন্তব্য করেছেন বলেও তৃণমূলের অভিযোগ। #

পার্সটুডে/এমএআর/২৮