আগে পশ্চিমবাংলার পাওনা শোধ করুন: শাহকে কটাক্ষ অভিষেকের
https://parstoday.ir/bn/news/event-i152358-আগে_পশ্চিমবাংলার_পাওনা_শোধ_করুন_শাহকে_কটাক্ষ_অভিষেকের
ভারতের পশ্চিমবাংলায় দুর্গাপুজোর উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণের অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
(last modified 2025-09-26T10:57:13+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১৬:৪৫ Asia/Dhaka
  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবাংলায় দুর্গাপুজোর উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নপূরণের অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ (শুক্রবার) কোলকাতা বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো উদ্বোধন করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘পশিচমবাংলার বিকাশের মাধ্যমে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা যেন সফল করতে পারি।'

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ গণনা শুরু হয়েছে।  চলতি বছরে এরইমধ্যে রাজ্যে তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। দুর্নীতি, অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের জন্য নির্বাচনি ভাষ্যও তৈরি করে দিয়েছেন তিনি। এ রাজ্যে ২০২৬ সালের নির্বাচনে জিততে বিজেপি যে মরিয়া সেকথাও বুঝিয়ে দিয়েছেন তিনি। শাহের ভাষণে নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন পূরণেরই অঙ্গীকার শোনা গেল।

আজ সকাল ১১ টায় পুজো উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘'আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর এই বাংলায় এমন সরকার আসুক যারা সোনার বাংলা নির্মাণ করতে পারবে। আমাদের বাংলা আবার সুরক্ষিত, সমৃদ্ধ হোক। কবিগুরু যে বাংলার কল্পনা করেছিলেন, আমরা যাতে সেই বাংলা গড়তে পারি, সেই প্রার্থনা করেছি।’ আজ ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকেও শ্রদ্ধা জানান শাহ।

বাংলার পাওনা টাকা আগে দিন-শাহকে বললেন অভিষেক

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর  আশা এবং স্বপ্নের প্রতি কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২ লক্ষ কোটি টাকা বাংলার কাছে ঋণী কেন্দ্রীয় সরকার। সেই পাওনা টাকা কবে পরিশোধ করবেন সেকথা আগে বলুন! অমিত শাহকে উদ্দেশ করে অভিযেক আরো বলেন, যদি মনে হয়ে থাকে তৃণমূল মিথ্যা বলছে তাহলে বৈঠকে বসুন।  

গত সোমবার রাতে একটানা বৃষ্টিতে পানিতে ডুবে যাওয়া কলকাতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুতে অমিত শাহ সমবেদনা জানান এবং তৃণমূলের সরকারকে সমালোচনা করেন। তার জবাবে অভিষেকের প্রশ্ন, ‘চার ঘণ্টায় যদি ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়, কী করার থাকে! তবে আমরা তা যতদ্রুত সম্ভব নিষ্কাসনের ব্যবস্থা করেছি। যদি কোলকাতা শহর আজও পানিতে ডুবে থাকত  তাহলে অমিত শাহ কি শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন?

পুজো উদ্বোধনে বেরোনোর আগে হোটেলে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন শাহ। সেই বৈঠকে ছিলেন বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরা।

বিজেপি সূত্র জানিয়েছে, অমিত শাহ আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে কোলকাতায় বিভিন্ন বৈঠক করেন এবং রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক, নির্বাচন ও প্রচারসহ বেশ কয়েকটি বিষয়ে কাজ দেখভালের জন্য রাজ্য বিজেপিতে আলাদা আলাদা দল গঠন করেন।

বিজেপি সূত্র আরো জানিয়েছে, এ বার তিনি বিহার সফরে যাবেন।#

পার্সটুডে/জিএআর/২৬