হুমকি-প্রথা’ই তৃণমূল সংস্কৃতি, তোপ নড্ডার
(last modified Fri, 11 Oct 2024 13:02:43 GMT )
অক্টোবর ১১, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • হুমকি-প্রথা’ই তৃণমূল সংস্কৃতি, তোপ নড্ডার

আর জি কর-কাণ্ডের আবহে দুর্গা পুজোর মধ্যে কলকাতায় এসে ‘হুমকি-প্রথা’ থেকে শুরু করে চিকিৎসকদের আন্দোলন নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। তৃণমূল কংগ্রেসের অবশ্য পাল্টা অভিযোগ, বিজেপির আমলেই গোটা দেশে ‘জঙ্গলরাজ’ চলছে।

বাংলাকে ‘ধ্রুপদী ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করেছিল রাজ্য বিজেপি। রাজারহাটের একটি হোটেলে কিছু বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে নড্ডার মাধ্যমে সেই ‘ধন্যবাদ জ্ঞাপন’ করা হয়েছে বৃহস্পতিবার। সেই মঞ্চ থেকেই সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তৃণমূলকে কার্যত ‘তুলোধোনা’ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নড্ডা বলেন, ‘‘এক সময়ে বলা হত, বাংলা আজ যা ভাবে, গোটা দেশ আগামী কাল তা-ই ভাবে। আর আজ বাংলার সংস্কৃতি কোথায় পৌঁছেছে? আইনের শাসন নেই। বাংলায় জঙ্গলরাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। অথচ তাঁর আমলে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়।” তাঁর দাবি, “মহিলাদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, নারী পাচার, নারীদের উপরে অত্যাচার—সব কিছুতেই পশ্চিমবঙ্গ এক নম্বরে। আর জি কর থেকে দক্ষিণ ২৪ পরগনার ঘটনা, তারই প্রমাণ।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, “হুমকি-প্রথাই তৃণমূলের সংস্কৃতি। এর বিরুদ্ধে চিকিৎসকেরা লড়াই করছেন। আমরা সর্বতো ভাবে এই আন্দোলনের পাশে রয়েছি।’

পার্সটুডে/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ