কর্ণাটকে বিজেপি ধরাশায়ী, সরকার গড়ছে কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i123140-কর্ণাটকে_বিজেপি_ধরাশায়ী_সরকার_গড়ছে_কংগ্রেস
ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়ী হতে চলেছে প্রধান বিরোধীদল কংগ্রেস।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১৩, ২০২৩ ১৬:৩৯ Asia/Dhaka
  • কংগ্রেস সমর্থকদের উল্লাস
    কংগ্রেস সমর্থকদের উল্লাস

ভারতের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়ী হতে চলেছে প্রধান বিরোধীদল কংগ্রেস।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ওই ইস্যুতে আজ (শনিবার) বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলেছে। তিনি বলেন, কংগ্রেস কর্ণাটকে গরিবদের ইস্যুতে লড়াই করেছে। আমরা ঘৃণা ও কটু কথা দিয়ে এই লড়াই শুরু করিনি। কর্ণাটকে একদিকে, পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল, আর অন্য দিকে, দরিদ্র মানুষের শক্তি। এই শক্তি, প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে’ বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

এদিকে, বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসতেই পরাজয় স্বীকার  করেছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ২২৪ আসন সমন্বিত কর্ণাটকে কংগ্রেস এ পর্যন্ত ১৩৬ আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ৬৪ আসনে। চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসার আগেই পরাজয় মেনে নিয়ে বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। পূর্ণাঙ্গ ফলপ্রকাশ হলে আমরা পর্যালোচনায় বসব।’

অধীর রঞ্জন চৌধুরী

কর্ণাটকের ফল প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ‘কংগ্রেস ধর্মনিরপেক্ষতার প্রতীক। বিজেপিকে রুখতে গেলে কংগ্রেসকে দরকার। কংগ্রেস ঐক্যবদ্ধ ভারতবর্ষের প্রতীক। ভারতের উন্নয়নের প্রতীক, কৃষকের প্রতীক, শ্রমিকের স্বার্থের প্রতীক কংগ্রেস। এদিকওদিক না তাকিয়ে বাংলার মানুষ সব কংগ্রেসে চলে আসুন। বিজেপিকে হারাতে কংগ্রেস অপরিহার্য’ বলেও মন্তব্য করেন  পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৩