মে ১৮, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  • হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা অভিষেক

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’ ও ‘সিবিআই’ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে  হাইকোর্ট রায় দিয়েছে।   

আজ (বৃহস্পতিবার) একইসঙ্গে অভিষেককে ২৫ লাখ টাকা ও নিয়োগ দুর্নীতি মামলায়  ধৃত কুন্তল ঘোষকে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে কোলকাতা হাইকোর্ট। এরফলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।   

হাইকোর্টের রায় প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যখন ডাকবে তখনই  তদন্তকারী সংস্থার কাছে যাব। ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে লাভ নেই। বিচারব্যবস্থার উপর আস্থা আছে, খোলা আছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দরজা।  

এ প্রসঙ্গে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তারা বুঝে গেছে বাঁচার রাস্তা নেই, সেজন্য কোর্ট পরিবর্তন করে বেঞ্চ পরিবর্তন  করা হচ্ছে। সরকারি অর্থ প্রচুর অপচয় হয়েছে। সেজন্য স্বাভাবিকভাবে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোর্টের কাজে বাধা দেওয়ার জন্য তাকে জরিমানা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে সত্যের রাস্তায় পৌঁছানোর রাস্তাও পরিষ্কার হয়ে গেছে।’ 

সম্প্রতি কোলকাতার শহিদ মিনারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’ ও  ‘সিবিআই’য়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলানোর চেষ্টা করছে। এরপর নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই কথা। তিনি দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাকে। নিম্ন আদালতে চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল ঘোষ। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলে জানান হাইকোর্টের বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দেন। পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এ সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি অমৃতা  সিনহার বেঞ্চে চলে যায়। অবশেষে আজ  বিচারপতি অমৃতা সিনহাও জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।  

এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘কেউ লাটসাহেব হয়ে যাননি, যে যার জন্য বিশেষ কোনও ব্যবস্থা করা হবে। এত  লম্বা-চওড়া কথা বলছেন ফেরেব্বাজের মতো। এই তদন্তের আওতায় তাকে আসতে হবে’ বলেও মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮

ট্যাগ