'কর্ণাটকে পরাজয়ের পর বিহারকে ভয় পাচ্ছে বিজেপি, সেজন্য ইডি’র তৎপরতা শুরু হয়েছে'
(last modified Fri, 19 May 2023 10:59:09 GMT )
মে ১৯, ২০২৩ ১৬:৫৯ Asia/Dhaka
  • 'কর্ণাটকে পরাজয়ের পর বিহারকে ভয় পাচ্ছে বিজেপি, সেজন্য ইডি’র তৎপরতা শুরু হয়েছে'

ভারতের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, কর্ণাটকে পরাজয়ের পর বিহারকে ভয় পাচ্ছে বিজেপি, সেজন্য ইডি’র তৎপরতা শুরু হয়েছে।

আজ (শুক্রবার) ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব বলেন, তার মা রাবড়ি দেবীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদ দেশের রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে আগামী বছর রাজ্যে অনুষ্ঠিতব্য নির্বাচন এবং কর্ণাটকে বিজেপির পরাজয়ের সাথে সম্পর্কিত।

তিনি বলেন, ‘আমরা জানতাম যে এটা ঘটবে। তারা আমাদের টার্গেট করছে কারণ তারা কর্ণাটকের পর বিহারকে ভয় পাচ্ছে। ভবিষ্যতে তারা আমাকেও অনেক ক্ষেত্রে জড়িয়ে ফেলতে পারে। কিন্তু আমি পাত্তা দিই না। আমি কিছু ভুল করিনি। তাই আমার ভয় পাওয়ার দরকার নেই।’ তেজস্বী যাদব বলেন,  ‘ইডি’ ও ‘সিবিআই’ লাগাতার অভিযান চালাচ্ছে। ‘ইডি’ এবং ‘সিবিআই’ জানেও না তারা কতবার আমাদের বাড়িতে হানা দিয়েছে এবং আমাদের জিজ্ঞাসাবাদ করেছে। এমনকী অভিযোগপত্রে আমার নাম না থাকলেও সম্পূরক তালিকায় আমার নাম যুক্ত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে, বিজেপির লোকেরা আতঙ্কিত এবং ক্রমাগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, কর্ণাটকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। আগামীকাল (শনিবার) দুপুরে রাজ্যটিতে নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেসের সিনিয়র নেতা ৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের বরাবর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় তদন্তকারী বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে কথিত 'চাকরির জন্য জমি' কেলেঙ্কারি সংক্রান্ত একটি মানি লন্ডারিং মামলায় দিল্লিতে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’। জানা গেছে, রাষ্ট্রীয় জনতা দলের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্ত্রী ৬৮ বছর বয়সী রাবড়ি দেবীর বিবৃতি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হয়েছে। এর আগে একই মামলায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন রাবড়ী দেবী। এই মামলাতেই কয়েক মাস আগে জিজ্ঞাসাবাদ করা হয় লালু প্রসাদ যাদবের পুত্র ও বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং লালুর কন্যা ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি মিসা ভারতী ও অন্যদেরকে।

সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময় বিভিন্ন ‘অযোগ্য’ ব্যক্তিকে মুম্বাই, জব্বলপুর, কলকাতাসহ রেলের বিভিন্ন জ়োনে চাকরি পাইয়ে দেওয়া হয়। অবৈধ উপায়ে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা বা জমি নিয়েছিলেন লালুর পরিবার এবং ঘনিষ্ঠ নেতারা। লালু প্রসাদ যাদবের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। #  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।      

ট্যাগ