গঙ্গার পানি ও গোমূত্র ছিটিয়ে কর্ণাটক বিধানসভাকে শুদ্ধ করল কংগ্রেস!
(last modified Tue, 23 May 2023 10:12:30 GMT )
মে ২৩, ২০২৩ ১৬:১২ Asia/Dhaka
  • গঙ্গার পানি ও গোমূত্র ছিটিয়ে কর্ণাটক বিধানসভাকে শুদ্ধ করল কংগ্রেস!

ভারতে কর্ণাটক বিধানসভাকে গঙ্গার পানি ও গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করেছে ক্ষমতাসীন কংগ্রেস দল। রাজ্যটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপিকে বড় ব্যবধানে পরাজিত করে ক্ষমতায় এসেছে কংগ্রেস।

গতকাল (সোমবার) কংগ্রেসের দলীয় নেতারা বিধানসভা ভবনে গঙ্গার পানি ও গোমূত্র ছিটিয়ে দেন এবং হবন-পুজনের পরে হনুমান চালিসা পাঠ করেন।কংগ্রেস কর্মীরা বিধানসভার গেটে পুজোও করেন। অভিনব উপায়ে এই শুদ্ধিকরণ প্রসঙ্গে  কংগ্রেস বলেছে, বিজেপি তার দুর্নীতি দিয়ে বিধানসভাকে কলুষিত করেছে সেজন্য এই শুদ্ধিকরণের আয়োজন। কংগ্রেস নেতা (কর্ণাটকের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী) ডিকে শিবকুমার গত জানুয়ারিতে বলেছিলেন, গোমূত্র দিয়ে বিধানসভা পরিষ্কার করার সময় এসে গেছে।

Image Caption

 

রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল বিজেপির ‘ডাবল ইঞ্জিন  সরকার’কে (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) ‘ট্রাবল ইঞ্জিন সরকার’ বলে   কটাক্ষ করেছিল। গত ৫ মে কর্ণাটক কংগ্রেস তৎকালীন বিজেপি সরকারের  দুর্নীতির বিবরণ দিয়ে একটি দুর্নীতির রেট কার্ড প্রকাশ করেছিল। তখন বিরোধী দলে থাকা কংগ্রেস দলের নেতারা অভিযোগ করেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন ১.৫০ লাখ কোটি টাকা লুট করেছে।

কংগ্রেস দল কর্ণাটক নির্বাচনের জন্য তার ইশতেহার প্রকাশ করে ‘পিএফআই’ এবং উগ্রহিন্দুত্ববাদী বজরং দলের মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এর পরেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে মাঠে নামে বজরং দল ও বিজেপি। কর্ণাটকের বিজয়নগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সভায় বলেছিলেন - এটা দেশবাসীর দুর্ভাগ্য যে কংগ্রেস পার্টির আগে ভগবান শ্রী রামকে নিয়েও সমস্যা ছিল এবং এখন যারা ‘জয় বজরংবলী’ বলে তাদের নিয়েও সমস্যা হচ্ছে! এ ধরণের নানা প্রচারণা সত্ত্বেও নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপিকে ধরাশায়ী করে কর্ণাটকে ক্ষমতায় এসেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।        

ট্যাগ