কর্ণাটকে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
ভারতের কর্ণাটকে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্ডিয়া।
এ প্রসঙ্গে আজ (বুধবার) কর্ণাটকের মন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, আমরা ভবিষ্যতে আরও ভালো কী করতে পারি তা আমরা দেখব। বর্তমানে কর্ণাটকের জনগণকে দেওয়া পাঁচটি গ্যারান্টি আমাদের পূরণ করতে হবে।
রাজ্যটিতে সাম্প্রতিক নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপিকে ধরাশায়ী করে কংগ্রেস দল ক্ষমতায় এসেছে। মাত্র এক সপ্তাহ আগে, কর্ণাটক কংগ্রেসের একমাত্র মুসলিম নারী বিধায়ক কানিজ ফাতিমা বলেছিলেন, কংগ্রেস শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা তুলে নেবে। আমরা সেই মেয়েদের ক্লাসে ফিরিয়ে আনব এবং তারা তাদের পরীক্ষা দিতে পারবে।
এর আগে, নির্বাচনী প্রচারের সময়, কংগ্রেস নেতা এবং রাজ্যের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও বলেছিলেন, রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে হিজাব নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক ভিত্তিতে তৈরি সমস্ত আইন প্রত্যাহার করা হবে।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল যখন উডুপির একটি শিক্ষা প্রতিষ্ঠান ছয়জন হিজাব পরিহিতা মুসলিম ছাত্রীকে ক্লাসে যেতে বাধা দেয়। ছাত্রীরা এর প্রতিবাদ করে এবং দ্রুত এই ধরনের প্রতিবাদ রাজ্যের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এর পর বিজেপিশাসিত কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করে। ছাত্রীদের পক্ষ থেকে কর্ণাটক হাইকোর্টে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হলেও আদালত নিষেধাজ্ঞা বহাল রাখে। আদালতের রায়ে বলা হয়, হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলনের অংশ নয়। ক্লাসে শুধুমাত্র ইউনিফর্মের অনুমতি দেওয়া হবে।
কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞা জারি করা কর্ণাটকের তৎকালীন শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা বিসি নাগেশ অবশ্য সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর কাছে ১৭ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন।
হিন্দুত্ববাদী বিজেপি নেতা বিসি নাগেশ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরাকে ‘শৃঙ্খলাহীন কাজ’ বলে অভিহিত করেছিলেন। তার মতে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের ধর্ম পালন করতে পারে না। বিসি নাগেশ আদেশ দিয়েছিলেন, যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি স্কুল ইউনিফর্মের নিয়ম লঙ্ঘন করবে তারা স্কুলে প্রবেশ করতে পারবে না এবং তাদেরকে শ্রেণি কক্ষে আসার অনুমতি দেওয়া হবে না। ২০২২ সালে বিসি নাগেশ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা কার্যকর করেছিলেন। পরবর্তীতে হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়েছিলেন বিসি নাগেশ।
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।