মহারাষ্ট্রে গরুর গোশত বহনের সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১০
https://parstoday.ir/bn/news/india-i124832-মহারাষ্ট্রে_গরুর_গোশত_বহনের_সন্দেহে_মুসলিম_যুবককে_পিটিয়ে_হত্যা_গ্রেপ্তার_১০
ভারতে হিন্দুত্ববাদী শিবসেনা-বিজেপিশাসিত মহারাষ্ট্রে গরুর গোশত বহনের সন্দেহে আফান আব্দুল মজিদ আনসারি (৩২) নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে কথিত গো-রক্ষকরা। ওই ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৬:৩৩ Asia/Dhaka
  • মহারাষ্ট্রে গরুর গোশত বহনের সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১০

ভারতে হিন্দুত্ববাদী শিবসেনা-বিজেপিশাসিত মহারাষ্ট্রে গরুর গোশত বহনের সন্দেহে আফান আব্দুল মজিদ আনসারি (৩২) নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে কথিত গো-রক্ষকরা। ওই ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

গত (শনিবার) রাতে মহারাষ্ট্রের নাসিক জেলায় একদল গো-রক্ষক ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। মুম্বাইয়ের কুরলার বাসিন্দা আফান আব্দুল মজিদ আনসারি(৩২) তার সহযোগী নাসির শেখের সাথে একটি গাড়িতে গরুর গোশত নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। এ সময়ে তাদের গাড়ি থামিয়ে কথিত গো-রক্ষকরা নির্মমভাবে মারধর করে। জানা গেছে, তাদের লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দু’জনেই জীবিত ছিলেন। পুলিশ জানিয়েছে, দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে মুম্বাইয়ের কুরলার কুরেশি নগরের বাসিন্দা ৩২ বছর বয়সী আফান আবদুল মজিদ আনসারি হাসপাতালে মারা যান। নাসির হুসেন শেখ নামে অন্য আরেকজনের অবস্থা স্থিতিশীল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ হত্যা, হত্যার চেষ্টা, দাঙ্গা ইত্যাদির জন্য শাস্তিযোগ্য অপরাধের দায়ে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি এফআইআর নথিভুক্ত করেছে।

পুলিশ কর্মকর্তা সুনীল ভামরে বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা গাড়িটিকে ক্ষতিগ্রস্থ অবস্থায় দেখতে পাই। আহত ব্যক্তিরা গাড়ির ভেতরে ছিলেন এবং আমরা তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করি, যেখানে তাদের একজন মারা যায়।’ওই ঘটনায় এ পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমরা হত্যা ও দাঙ্গার মামলা দায়ের করেছি এবং তদন্ত করছি। তারা আসলে গরুর গোশত বহন করছিল কী না তা ল্যাবের রিপোর্ট আসার পরই জানা যাবে।

প্রসঙ্গত, চলতি জুনের প্রথম দিকে মহারাষ্ট্রের নাসিক জেলায় গবাদি পশু পরিবহনের সময় লুকমান আনসারি (২৩) নামে এক যুবককে কথিত গো-রক্ষকরা পিটিয়ে হত্যা করেছিল। ওই ঘটনায় পুলিশ সে সময়ে ৬ জনকে গ্রেফতার করেছিল। গত ১০ জুন লুকমান আনসারির লাশ একটি খাদ থেকে উদ্ধার করার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের মহারাষ্ট্রের নাসিক জেলায় গরুর গোশত বহন করা হচ্ছে সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার বিষয়টি প্রকাশ্যে এলো।#

পার্সটুডে/এমএএইচ/ জিএআর/২৬