ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের তুমুল হট্টগোল, ছেটানো হল গঙ্গার পানি, সাসপেন্ড ৫ বিধায়ক
(last modified Fri, 07 Jul 2023 11:55:07 GMT )
জুলাই ০৭, ২০২৩ ১৭:৫৫ Asia/Dhaka
  • ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের তুমুল হট্টগোল, ছেটানো হল গঙ্গার পানি, সাসপেন্ড ৫ বিধায়ক

বিজেপিশাসিত ত্রিপুরা বিধানসভায় আজ বিরোধী বিধায়কদের তুমুল হট্টগোলের জেরে কংগ্রেস, সিপিএম এবং তিপ্রামথার ৫ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে।

আজ (শুক্রবার) বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বিধানসভায় প্রবেশ করেই কক্ষের চারপাশে গঙ্গার পানি ছিটিয়ে সবাইকে অবাক করে দেন। ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এটিকে নজিরবিহীন বলে বলা হচ্ছে। কারণ, ত্রিপুরায় প্রথম কোনো বিধায়ক প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভায় গঙ্গার পানি ছিটিয়ে পবিত্র  করার চেষ্টা করেছেন। তার মতে, বিজেপি বিধায়ক  যাদব লাল নাথ ত্রিপুরার পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছেন।

ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ওই ইস্যুতে সাফাই দিয়ে বলা হয়েছে, ‘পবিত্র বিধানসভাকে বিজেপি বিধায়ক যাদব লাল নাথ অপবিত্র করার প্রয়াস করেছে। তাই আজ জননেতা বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয় বিধানসভায় গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করার চেষ্টা করেছে।’ 

ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে আজ আরও বলা হয়েছে, ‘রাজ্যের সাধারণ মানুষের আওয়াজ সুদীপ রায় বর্মনকে বিধানসভা থেকে বহিষ্কার করে স্তব্ধ করা যাবে না। এই আওয়াজ সর্বদা মানুষের স্বার্থে উঠেছে। আগামীতেও উঠবে।’

আজ বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, জানতে চেয়ে একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী বিধায়করা। টেবিলে উঠে বিক্ষোভ দেখান তিপ্রামথা দলের ৩ বিধায়ক।

প্রসঙ্গত, গত মার্চে বিধানসভা চলাকালীন অধিবেশন কক্ষে বসে বিজেপি বিধায়ক যাদবলাল নাথ নিজের মোবাইলে নীলছবি দেখেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই সময়ে ওই বিষয়টি ভাইরাল হয়েছিল। আজ ওই ইস্যুতে কেন অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়নি তা নিয়ে সোচ্চার হন বিরোধীরা। বিক্ষোভের জেরে ৫ জন বিধায়ককে আজকের দিনের জন্য বহিষ্কারের নির্দেশ দেন বিধানসভার স্পিকার। বহিষ্কৃত বিধায়করা হলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন, সিপিআইএমের নয়ন সরকার, তিপ্রামথার বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও নন্দিতা রিয়াং। ওই পাঁচজনকে সাসপেন্ড করার প্রতিবাদে বিরোধী দলের সমস্ত বিধায়ক বিধানসভা থেকে ওয়াক আউট করেন।

ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন বলেন, বিধানসভার কাজে বাধা দেওয়া এবং অসংসদীয় কাজের জন্যই ওই পাঁচ বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, আজ (শুক্রবার) বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর তিপ্রামোথার বিধায়ক অনিমেষ দেববর্মা বাগাবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিধানসভার মধ্যে পর্ন সিনেমা দেখা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পর ওই বিষয়ে প্রশ্ন করতে। কিন্তু, তা শুনতে চাননি তিপ্রামোথাসহ বিরোধী  বিভিন্ন দলের বিধায়ক। এ সময়ে তারা বিধানসভার মধ্যে শ্লোগান দেওয়ার  পাশাপাশি বিক্ষোভ দেখাতে থাকেন। বিষয়টিকে কেন্দ্র করে বিধানসভার কর্মীদের সঙ্গে এক পর্যায়ে কার্যত হাতাহাতিতেও জড়িয়ে পড়েন কয়েকজন। এরপরেই পাঁচ বিধায়ককে আজকের দিনের জন্য সাসপেন্ড করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭         

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ