মণিপুরে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সফর প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলের মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া
-
সুকান্ত মজুমদার (বাঁয়ে) ও কুণাল ঘোষ
ভারতের মণিপুরে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সফর প্রসঙ্গে বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশ্যে এসেছে।
‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা গত (শনিবার) দু’দিনের জন্য বিজেপিশাসিত অশান্ত মণিপুরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যটি সফর করেন। গতকাল (রোববার) বিকেলে তারা দিল্লিতে ফিরে আসেন।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মণিপুরে গিয়ে ঘুরে এলেন, কিন্তু এতে লাভটা কী হল? এতে ফল কী হল? আমি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দিদি আপনি চলুন্ আপনার সঙ্গে আমিও যেতে রাজি আছি। কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে পরের দিন থেকে সহিংসতা বন্ধ হয়ে যাবে মণিপুরে।’
বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের পাল্টা জবাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘মণিপুরের সহিংসতা থামানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ছিল। সেখানকার রাজ্য সরকারের দায়িত্ব ছিল। ডাবল ইঞ্জিন সরকারের (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) ছিল। কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। ব্যর্থ বিজেপি। তাদের সব সঙ্গী সাথীরা ব্যর্থ। কেন্দ্রীয় এজেন্সিগুলো বাহিনীগুলো ব্যর্থ। ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। সাংবিধানিক দায়-দায়িত্বটা ‘ইন্ডিয়া’ প্রতিনিধি দলের ছিল না। ফলে এ ধরণের অর্থহীন বোকা বোকা কথা বলার কোনও অর্থ হয় না। সুকান্ত বাবুদের দলের, সুকান্ত বাবুদের সরকারের দায়িব হচ্ছে সেই জায়গাটায় শান্তি ফেরানো। সেই দায়িত্বটা তারা আগে পালন করুন’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
প্রসঙ্গত, গোলযোগপূর্ণ অশান্ত মণিপুরের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' (ইন্ডিয়া) জোটের ২১ জন এমপি’র একটি প্রতিনিধিদল দু’দিনের জন্য মণিপুর সফর করেছেন। গতকাল রোববার বিকেলে তারা দিল্লিতে ফিরে এসেছেন। এরপরেই এবার ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশে এলো।#
পার্সটুডে/এমএএইচ/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।