'খারেজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা বলে মুসলিমদের প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী'
https://parstoday.ir/bn/news/india-i126392-'খারেজি_মাদ্রাসাকে_অনুমোদন_দেওয়ার_কথা_বলে_মুসলিমদের_প্রতারণা_করছেন_মুখ্যমন্ত্রী'
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী খারেজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা বলে মুসলিমদের প্রতারণা করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৩, ২০২৩ ২১:২৩ Asia/Dhaka
  • 'খারেজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা বলে মুসলিমদের প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী'

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী খারেজি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার কথা বলে মুসলিমদের প্রতারণা করছেন।

তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ ধরণের মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, ‘তিনি বলেছেন আমি মাদ্রাসা অনুমোদন দেবো সাতশো কত, আন-এডেড মাদ্রাসাকে অনুমোদন দেবো। বিধানসভাতেও বলেছেন, গতকালও বলেছেন। খারেজি মাদ্রাসাকে তিনি সমীক্ষার আওতায় আনবেন। মানে আবার টুপি (প্রতারণা)! মুখ্যমন্ত্রী আপনি বুকে হাত দিয়ে বলুন না, খারেজি মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, আপনি পারবেন অনুমোদন দিতে? আইন আছে? অনুমোদন যোগ্য? পারবেন? কেন টুপি পরাচ্ছেন আপনি সংখ্যালঘু মুসলিমদের  ভোট নেওয়ার জন্য? চাকরি দিতে পেরেছেন? শিক্ষা দিতে পেরেছেন? বাসস্থান দিতে পেরেছেন?’ 

প্রসঙ্গত, গত (সোমবার) বিধানসভায় মুখ্যমন্ত্রী খারেজি মাদ্রাসা সম্পর্কে সমীক্ষা করার কথা বলেছেন। ৬ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি কমিটি রিপোর্ট দেবে সরকারকে। রাজ্য সরকার চাচ্ছে খারেজি মাদ্রাসাগুলো রেজিস্ট্রেশন করতে যাতে শিক্ষার্থীরা সরকারি সুবিধা পায়। রাজ্যে কমপক্ষে পাঁচ লাখ শিক্ষার্থী খারেজি মাদ্রাসায় পড়াশোনা করে বলে জানা গেছে।  

রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের অবস্থা তুলে ধরতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘মিজোরামের মতো জায়গায় কেউ কাজ করতে যায়? তিনি মাস আগে দশ জন মারা গেল মিজোরামে। এদের মধ্যে পাঁচ জন বিহারের, আর পাঁচ জন পশ্চিমবঙ্গের। পাঁচ জনই  সংখ্যালঘু মুসলিম। পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে ৩২ লাখ মুসলিম’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাজন ও তোষণের রাজনীতি করার অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘এর আগে ‘সিএএ’/‘এনআরসি’ ইস্যুতে মিথ্যা প্রচার করে ভোট নিয়েছেন। আবার ২১ তারিখে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে সভা করতে চলেছেন ‘বিভাজনের রাজনীতি’ করতে। আমরা এই বিভাজনের রাজনীতির বিরোধিতা করি। আমরা চাই আপনার এই ‘তোষণ’ বন্ধ হোক। আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেকার যুবক- যুবতীদের নিয়ে সম্মেলন করুন। তাদের কাছে ঘোষণা করুন যে আমি তোমাদের জন্য এটা করতে চাই’ বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।   

প্রসঙ্গত, রাজ্যের ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২১ আগস্ট কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জিনদের  সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।