দেশে মুসলমানদের প্রতি বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করা হয়েছে: ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, দেশে আপনারা মুসলমানদের প্রতি বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করেছেন।
কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা চলাকালীন তিনি আজ (বৃহস্পতিবার) সংসদে ওই মন্তব্য করেন। ওয়াইসি আজ অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট এবং তাদের বিরুদ্ধে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে সেসব বিষয় উল্লেখ করেন। জয়পুর-মুম্বই ট্রেনে গুলিবর্ষণ, হিজাব ইস্যু, উপাসনাস্থল আইন, ‘অভিন্ন দেওয়ানি বিধি’ মণিপুরের সহিংসতা, ইত্যাদি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরেন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই জয়পুর-মুম্বই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় রেল সুরক্ষা বাহিনী আরপিএফের কনস্টটেবল চেতন সিং প্রথমে আরপিএফ অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর টিকারাম মিনাকে গুলি করে হত্যা করে। এর পর এক কামরা থেকে অন্য কামরায় যেতে যেতে তিন যাত্রীকে গুলি করে হত্যা করে চেতন সিং। এই তিন জনই সংখ্যালঘু মুসলিম। ওই ঘটনায় সাম্প্রদায়িক-যোগ উড়িয়ে দিয়েছিল আরপিএফ। কিন্তু সাত দিন পর রেলপুলিশ (জিআরপি) জানায়, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতি, ধর্ম, ভাষার ভিত্তিতে ঘৃণায় প্ররোচনা দেওয়ার (১৫৩এ) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ৩০২(খুন) ধারা, অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। ১১ আগস্ট পর্যন্ত অভিযুক্ত চেতন সিংকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
সংসদে ওই ইস্যুতে ওয়াইসি আজ বলেন, ট্রেনের ভেতরে লোকজনকে চিহ্নিত করে হত্যা করা হয়েছে এবং বলা হয়েছে দেশে থাকতে হলে মোদীকে ভোট দিতে হবে! আমাদের দেশে কেন এসব হচ্ছে? লোকেদের জামা-কাপড় ও দাড়ি দেখে হত্যা করেছে। (হরিয়ানার)নূহতে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। দেশে আপনারা মুসলমানদের প্রতি বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করেছেন। ‘হিজাব’কে ইস্যু বানিয়ে মুসলিম মেয়েদের পড়ালেখা থেকে দূরে রাখা হয়েছে। বিলকিস বানো কী দেশের মেয়ে না? তার বিরুদ্ধে যারা অপরাধ করেছে সেই অপরাধীদের এই সরকার ছেড়ে দিয়েছে। আপনারা চীন সম্পর্কে নীরব। আপনারা বলছেন, মণিপুরের মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন, তাই তাকে সরাতে চান না। ওয়াইসি বলেন, অসম রাইফেলসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেখানে নারীদের সাথে অত্যাচার হচ্ছে বলেও মন্তব্য করেন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।