আগস্ট ১৪, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka
  • 'অসমে কংগ্রেস ক্ষমতায় এলে ৫ হাজার মুসলিম নিহত হবে'

ভারতের অসমে ‘এআইইউডিএফ’-এর ধিংয়ের বিধায়ক আমিনুল ইসলাম দাবি করেছেন কংগ্রেস রাজ্যে ফের ক্ষমতায় এলে পাঁচ বছরে পাঁচ হাজার মুসলিমকে হত্যা করা হবে।

তার এ ধরণের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত (শনিবার) বরপেটার কয়াকুচিতে দলীয় সভায় বিধায়ক আমিনুল ইসলাম ওই মন্তব্য করেন। তার অভিযোগ- হিন্দু ভোট ব্যাংক ঘুরিয়ে আনতেই মুসলিমদের হত্যা করা হবে। যখনই কংগ্রেস ক্ষমতায় আসে, তখনই মুসলিমদের হত্যা করা হয় এবং মুসলিমরা যে তাদেরও শত্রু সেটাই বোঝানোর চেষ্টা করে কংগ্রেস। 

  রাজ্যের মন্ত্রী পীযূশ হাজারিকা বলেছেন, কংগ্রেসের আমলে গোষ্ঠী সংঘর্ষ হয়েই থাকে তা দিনের আলোর মতো সত্য। এ সম্পর্কে কংগ্রেসের প্রতিক্রিয়া জানা যায়নি। 

 এ প্রসঙ্গে আজ (সোমবার) অসমের সাবেক বিধায়ক নাদওয়াতুত তামীর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা আতাউর রহমান মাজারভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, ‘এ ধরণের কথা বলা উনার মোটেই উচিত হয়নি। ইচ্ছা বা অনিচ্ছায় হিংসা ছড়ানোর একটা কাজ, এটা মোটেই কাম্য নয়। কে ক্ষমতায় আসবে, যে আসবে, আইনের শাসন করবে। যদি কেউ আইনের খেলাফ করে তাহলে তো প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু অগ্রিম এ ধরণের কথা বলা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, ভেদাভেদের রাজনীতি করা মোটেই ঠিক হয়নি। আমি আমিনুল ইসলামকে অনুরোধ করব এ ধরণের হিংসা ছড়ানো মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত।’

তিনি আরও বলেছেন, ‘রাজনৈতিক হতাশা থেকে আমিনুল ইসলাম এ ধরণের কথা বলতে পারেন। কংগ্রেসের অতীত ইতিহাস জানা সত্ত্বেও তা হলে কেন তারা গত নির্বাচনে জোট করেছিল’ সেই প্রশ্নও করেছেন সাবেক বিধায়ক মাওলানা  আতাউর রহমান মাজারভুঁইয়া।#

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ